মাধবডিহী (পূর্ব বর্ধমান) :- অযোধ্যার রামমন্দির থেকে অভিমুখ ঘুরে বর্তমানে রাজ্য রাজনীতির আলোচ্য বিষয় সন্দেশখালি। আর এরই মধ্যে রাজনীতিকে সরিয়ে রেখে সরস্বতী পুজোকে কেন্দ্র করে রাম মন্দির তৈরি করলেন ক্লাব সদস্যরা। অস্থায়ী এই মন্দির গড়ে উঠেছে রায়না ২ ব্লকের মাধবডিহীর ধামনাড়ী গ্রামে। এই গ্রামেরই ক্লাব ধামনাড়ী জয়বাংলা শ্রমিক সংঘের এবারের ৭৯ তম বর্ষের সরস্বতী পুজোর থিম রাম মন্দির। নব নির্মিত অযোধ্যার রাম মন্দিরের আদলেই এখানে অস্থায়ী মন্দির গড়ে তুলেছেন ক্লাব সদস্যরা। ক্লাব সভাপতি হেমন্ত পাল, সম্পাদক দিলীপ পাল, সদস্য সৌমেন পাল জানিয়েছেন, তাঁদের এবারের পুজোর বাজেট প্রায় দেড় লক্ষ টাকা। তাঁদের এই রামমন্দির তৈরির পিছনে কোনও রাজনীতি নেই। তবে সম্প্রতি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হয়েছে। কিন্তু ইচ্ছা থাকলেও সবার পক্ষে এখনই অযোধ্যায় গিয়ে রাম মন্দির দেখা সম্ভব হচ্ছে না। সেজন্য সেখান থেকেই তাঁদের চিন্তাভাবনা তৈরি হয় অযোধ্যার রাম মন্দিরের অনুকরণে পুজোর থিম করার। থিমের প্রধান শিল্পী রাজেশ পালের নেতৃত্বে ক্লাব সদস্যরা থার্মকল, বাঁশ, প্লাই এবং রংবেরঙের লাইট ব্যবহার করে গড়ে তোলেন রাম মন্দির। মূর্তি শিল্পী নোটন পাল। সৌমেন পাল জানিয়েছেন, এবছর তাঁদের পুজোর উদ্বোধন করেছেন প্রবীণ ক্লাব সদস্য হেমন্ত পাল। পুজো উপলক্ষ্যে তিনদিন ধরে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা। রাম মন্দির দেখতে আশেপাশের গ্রাম থেকেও মানুষজন আসছেন বলে জানিয়েছেন সৌমেন পাল।
Tags Basant Panchami Ram Mandir Rammandir Saraswati Puja সরস্বতী সরস্বতী পুজো
Check Also
বর্ধমান টাউন হলে শুরু হলো লিটল ম্যাগাজিন মেলা, চলবে ২৪ নভেম্বর পর্যন্ত
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার থেকে শুরু হলো ‘বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা ২০২৪’। বর্ধমান টাউন …