জামালপুর (পূর্ব বর্ধমান) :- পূর্ব বর্ধমানের জামালপুরের আঝাপুরে ডায়রিয়া আক্রান্ত হলেন ১৪ জন। খবর পেয়েই গ্রামে গেলেন ব্লক প্রশাসনের আধিকারিকরা। রবিবার থেকে জামালপুরে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন মোট ১৪ জন। জেলা স্বাস্থ্য দপ্তরের প্রাথমিকভাবে অনুমান, গৃহস্থালির কাজে এলাকার একটি পুকুরের জল ব্যবহার করার ফলে এই সংক্রমণ হয়ে থাকতে পারে। তাই সেই পুকুরের জল আপাততভাবে ব্যবহার করতে নিষেধ করা হয়েছে স্থানীয়দের। সোমবার জামালপুর থানার আঝাপুরের মোহনপুর এলাকার এই ঘটনা সামনে আসতেই এলাকা পরিদর্শনে যান জামালপুরের বিধায়ক, বিডিও ও ব্লক স্বাস্থ্য আধিকারিক। পাশাপাশি এলাকায় বসানো হয়েছে মেডিকেল ক্যাম্প। স্থানীয়দের অভিযোগ, গ্রামের বেশ কয়েকজন ডায়রিয়া আক্রান্ত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে পুকুরের জল ব্যবহার না করার জন্য, কিন্তু এলাকায় ঠিকমতো জলের পরিষেবা না থাকার কারণে তাঁদের বাধ্য হয়েই পুকুরের জল গৃহস্থালির কাজে ব্যবহার করতে হয়। গ্রামে দু-একটি কল থাকলেও তা বেশিরভাগ সময়ই খারাপ থাকে। বিধায়ক অলোক মাঝি জানিয়েছেন, আজ এলাকা পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে অনুমান এলাকার একটি পুকুরের জল ব্যবহার করার ফলেই এই সংক্রমণ হয়েছে। গ্রামবাসীদের ওই পুকুরের জল ব্যবহার করার জন্য বারণ করা হয়েছে। এদিন জেলা ডেপুটি মুখ্য স্বাস্থ্যাধিকারিক (২) সুবর্ণ গোস্বামী জানিয়েছেন, ডায়রিয়ার খবর পেয়েই মেডিকেল টিম গ্রামে গেছে। গোটা ব্যবস্থা খতিয়ে দেখা হয়েছে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে। সবরকমের প্রতিষেধক গ্রহণ করা হয়েছে। ৮ জনের একটু বেশি শারীরিক অবস্থা খারাপ হলেও বর্তমানে সব স্থিতিশীল।
Check Also
হোটেলে চলছিল যৌন র্যাকেট; পুলিশি হানায় গ্রেফতার মালিক, ম্যানেজার-সহ ৫ জন
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- যৌন র্যাকেট চালানোর খবর পেয়ে হোটেলে পুলিশি হানা। গ্রেফতার হোটেল মালিক, …