গলসী (পূর্ব বর্ধমান) :- পৌরসভার কাজে যাতে খামতি না থাকে শুক্রবারই সে ব্যাপারে মুখ্যমন্ত্রীর নির্দেশকে রীতিমতো কটাক্ষ করলেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তিনি বলেন, বাড়ি ভেঙ্গে চাপা পরে যাচ্ছে। ডজন-ডজন মানুষ মারা যাচ্ছেন। আগে তাঁদের বাঁচান। কাউন্সিলারদের খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় চলে গেছেন। সমস্ত কাটমানিখোর, দুষ্কৃতি ওরা হচ্ছে কাউন্সিলার। এখন সরকার লোকের কাছে মুখ দেখাতে পারছে না। কখন কে চাপা পড়ে মরবে কলকাতার লোকের চিন্তার শেষ নেই। শুক্রবার এই লোকসভার গলসী বিধানসভা তথা গলসী ১ ও ২ ব্লকের বিভিন্ন জায়গায় প্রচার সারেন দিলীপবাবু। মন্দিরে পুজো দেওয়া থেকে কর্মী বৈঠক করেন। নির্বাচন কমিশনের শোকজ প্রসঙ্গে তিনি বলেন, শোকজের জবাব দেওয়ার জন্য অফিস আছে, আইনজীবী আছেন তাঁরা শোকজের জবাব দিচ্ছেন। তাঁরা তাঁদের কাজ করছেন, আমি আমার কাজ করছি। বিজেপির শ্বেতপত্র প্রকাশ সম্পর্কে অভিষেকের টুইট নিয়ে তিনি বলেন, উনি বলার কে? বিভিন্ন প্রকল্পের গরীব মানুষের ২ লক্ষ ২৯ হাজার কোটি টাকা লুট করে খেয়েছেন। এটা ক্যাগের রিপোর্ট। কেন্দ্রের পাঠানো সেই টাকার হিসাব আগে দিক। তারপর পরের টাকা চাইবেন। চোরেদের টাকা চাওয়ার অধিকার থাকে না, হিসাব দেওয়ার দায়িত্ব থাকে। মানুষ হিসাব চাইছে, হিসাব দিতে হবে। তারপর শ্বেতপত্র না ব্ল্যাক পেপার দেখা যাবে। আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স নিয়ে বিল গেটসের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক প্রসঙ্গে বলতে গিয়ে দিলীপ ঘোষ সিপিআই(এম)-কে কটাক্ষ করে বলেন, কম্পিউটারের বিরোধিতা করা সিপিএম বর্তমানে এই প্রযুক্তি ব্যবহার করছে। কটাক্ষের সুরেই তিনি বলেন, বামেরা এইরকমই চিরদিন, দেরিতে বোঝে। বুঝতে বুঝতে পার্টিটাই শেষ হয়ে গেলো। অন্যদিকে, তৃণমূলের মমতা-নরেদ্র মোদী কার্টুন প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, কে করেছে জানি না, কোনও লাথখোরই করেছে কেউ। বীরভূমে পাথর খাদানে তৃণমূল নেতার দেহ উদ্ধার প্রসঙ্গে তিনি বলেন, খুবই দুঃখের বিষয়। পাথর খাদান নিয়ে অনেক রাজনীতি, বিতর্ক আছে। এই জায়গাগুলো মানুষ মারার ষড়যন্ত্রের জায়গা। সমস্ত অবৈধ কাজ চলে। কোনও আইনশৃঙ্খলা নেই। লুটপাট, খুন চলে। প্রশাসনের দেখা উচিত এই ধরনের ঘটনা যাতে না ঘটে। অপরদিকে, তাঁকে এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ মহিষাসুর বলায় দিলীপবাবু বলেন, আগে পশ্চিমবঙ্গ সম্পর্কে জানুন, বর্ধমান সম্পর্কে জানুন। তারপর কথা বলবেন। বর্ধমানের মানুষ জবাব দিয়ে দেবেন ওনাকে। উনি গুনতে জানেন। কবে জিতেছেন মনে আছে? গতবার ধানবাদে কত ভোট পেয়েছেন আগে সেটা গুনে নিন। কে মানসিক বিকারগ্রস্ত দেখা যাবে। আগে কার সাথে লড়াই করেছেন জানিনা। ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ধানবাদ রাজনীতি থেকে অবসর করে দিয়েছে। আমরা সন্ন্যাসে পাঠিয়ে দেবো। ‘চুল্লুভর পানি’ নিয়ে ইলেকশন কমিশনে ওনাকে জবাব দিতে হবে। বৃহস্পতিবার দুর্গাপুরের এক মহিলা তাঁর বিরুদ্ধে এফ আই আর করায় দিলীপবাবু বলেন, অনেক লোক দিলীপ ঘোষের নাম নিয়ে নিজের প্রচার করছেন। আরও অনেক এইরকম পাবেন। গতবার রাজ্যের ১৮ টা আসনে মিরাক্কেল হয়েছিল, এবার ৩৬ টাতে মিরাক্কেল হবে। সব বিধানসভায় লিড নেবো। গতবছর আলুওয়ালিয়া বর্ধমান-দুর্গাপুর বেশি সময় পাননি। তবু জিতেছিলেন। এবার মার্জিন আরও বাড়বে, কার মাথা খারাপ হবে ৪ জুনের পরে দেখে নেবেন। অপরদিকে, এদিনই গলসী ১ ব্লকের বিভিন্ন জায়গায় প্রচারে গিয়ে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ বলেন, দিলীপ ঘোষের বিষয়ে আমি কথা বলতে চাই না। ওনার সমাজে কোনও জায়গা নেই। দুর্গা, মমতা বন্দ্যোপাধ্যায়, মহিলা শক্তির অপমান করেছে দিলীপ ঘোষ। বিজেপি এবং আরএসএস মহিলাদের সম্মান দেয় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের শুধু অপমান নয় সমগ্র নারীজাতির অপমান করেছেন। এইরকম মানুষের সমাজে থাকার কোনও অধিকার নেই। ওনার কিছু বলার নেই। ওনাকে জিজ্ঞাসা করুন মোদীর গ্যারান্টি কোথায়? চাকরি, ১৫ লক্ষ টাকা, সবার বাড়ির ছাদ, জল, গ্যাস সিলিন্ডার কিছু নেই। বাংলার মানুষের অধিকার কেড়েছে। ১ লক্ষ ৬০ হাজার কোটি টাকা বকেয়া। এখানে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয়। সেখানেও টাকার পরিমাণ বাড়ানো হয়েছে। দিলীপ ঘোষের বলার কিছু নেই। বিজেপি এবং আরএসএস এসে লড়াই লড়িয়ে ভোট নেওয়ার চেষ্টা করবে। এই কেন্দ্রে বিজেপি ২৪০০ ভোটে জিতেছিল, এবার ২ লক্ষ ৪০ হাজারে হারবে।
Tags AITC All India Trinamool Congress Ashim Kumar Sarkar Ashim Sarkar Bardhaman Durgapur PC Bardhaman Purba Lok Sabha Constituency Bardhaman Purba Parliamentary Constituency Bardhaman-Durgapur Bardhaman-Durgapur constituency Bardhaman-Durgapur Lok Sabha constituency Bardhaman-Durgapur Parliamentary Constituency Bharatiya Janata Party Bishnupur Lok Sabha Constituency Bishnupur Parliamentary Constituency Bishnupur PC BJP Bolpur Lok Sabha Constituency Bolpur Parliamentary Constituency Bolpur PC Burdwan Durgapur PC Burdwan Purba Lok Sabha Constituency Burdwan Purba Parliamentary Constituency Burdwan Purba PC Burdwan-Durgapur Burdwan-Durgapur Constituency Burdwan-Durgapur Parliamentary Constituency Burdwan–Durgapur Lok Sabha Constituency Dilip Ghosh Dr. Sharmila Sarkar General Election Kirti Azad Kirti Bhagwat Kirti Bhagwat Jha Azad Kirti Jha Kirti Jha Azad Kirtivardhan Bhagwat Jha Azad Lok Sabha Election Saumitra Khan Sharmila Sarkar Sujata Khan Sujata Mondal Sujata Mondal Khan tmc Trinamool Congress
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …