Breaking News

২৩ তারিখের পর অনুব্রতের পুরো জমিদারীটাই তুলে দেবো – দিলীপ ঘোষ

dilip ghosh said after may 23 we will stop the entire zamindari of anubrata mondal
গলসী (পূর্ব বর্ধমান) :- ২৯ তারিখে ঢুকলে  দিলীপ ঘোষের মাথা কামিয়ে দেওয়া হবে বলেছেন অনুব্রত। আর বীরভুম জেলা তৃণমুল সভাপতির এই মন্তব্যের পালটা জবাব দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার পুর্ব বর্ধমানের গলসী এবং খণ্ডঘোষে বিজেপি প্রার্থীরপ্রচারে আসেন দিলীপবাবু। এদিন তিনি বলেন, উনি নিজেই মাথা কামিয়েছেন, এবার ঘোল ঢালা বাকি আছে। আর ওরকম ডায়লগ যাতে না দেয়। পুরো জমিদারী তুলে দেবো। ২৩ তারিখের পর কোথায় লুকোবে জিজ্ঞাসা করুন। আমরা সব জায়গায়া জিতব। ওরা হারবে বলে এরকম কথা বলছে। গ্রামের জনসমুদ্রে শুধুই বিজেপি। আর কেও নেই। বিষ্ণুপুরের প্রার্থী বাঁকুড়ার অংশে ঢুকতে পারছেন না এই প্রসঙ্গে তিনি বলেন, মানুষ চাইছে সৌমিত্র খাঁকে, তৃণমূল কংগ্রেস চাইছে না। মানুষ যা চাইবে তাই হবে। উন্নয়ন না করার অভিযোগ তুলে সৌমিত্র খাঁকে কালো পতাকা দেখানোর প্রসঙ্গে বলেন, এইসমস্ত উন্নয়ন করে রাজ্য সরকার এবং পঞ্চায়েত। গাধাগুলো তা জানেনা। শুধু এই এলাকায় নয়, গোটা রাজ্যেই কোনও উন্নয়ন হয়নি, তাই আমরা পুরো সরকার পাল্টাতে চাইছি। dilip ghosh said after may 23 we will stop the entire zamindari of anubrata mondal এরাজ্যে লোকসভা আসন সংখ্যা ২৩ থেকে উপরের দিকে গুনতে শুরু করব। মমতা বন্দ্যোপাধ্যায় বাবুল সুপ্রিয়োকে দাঙ্গাবাজ তকমা দেওয়ার প্রসঙ্গে জানান, আগে মোদী, অমিত শাহ-কে দাঙ্গাবাজ বলতেন। এখন বাবুলের সম্বন্ধেও বলছেন। যত হারার দিকে যাচ্ছেন, ততই নার্ভাস হয়ে এই সব বলছেন। কয়লা মাফিয়ার টাকায় বিজেপি চলার অভিযোগের প্রসোঙ্গে বলেছেন, উনি প্রমাণ করুন। পুলিশ তো ওনার হাতে রয়েছে। কে কয়লা, পাথর, বালি, গরু মাফিয়া তা সবাই জানে। কোথাও লোক হচ্ছে না, রাস্তায় হেঁটে বেড়াচ্ছেন। আর কটা দিন পর মানুষ ফিরেও তাকাবেন না।  উল্লেখ্য,  এদিন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ  জানান, বিজেপি-র হাত শক্ত করতে সোনামুখীর তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি ব্রজ অধিকারী এদিন বিজেপিতে  যোগদান করেন।   তৃণমূল কংগ্রেসের অত্যাচার, এলাকার মানুষের উন্নয়নের স্বার্থে, মোদীর হাত শক্ত করতে ব্রজ অধিকারী যোগদান করলেন। সঙ্গে পিয়ারবেড়া অঞ্চল সভাপতি মহম্মদ আসাবদুউল্লা মিদ্দা সহ ১০০ জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আজ বিজেপিতে যোগ  দেন।

About admin

Check Also

The fifth short film festival was organized in Burdwan

বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *