Breaking News

পুলিশের উদ্যোগে রাজ্যে প্রথম মি. ওয়েষ্ট বেঙ্গল ন্যাচারাল দেহসৌষ্ঠব প্রতিযোগিতা

Purba Bardhaman Distict Police with Friends in Need & Deed organized Mr. West Bengal Natural 2022 & Fit Cop Challenge 2022 - 1st All Bengal Open Natural (Anti Anabolic) Bodybuilding & Fitness Championship & Open Police Bodybuilding & Fitness Championship

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে এবং ফ্রেণ্ডস ইন নিড এন্ড ডিড (ফিন্ড)-এর উদ্যোগে বৃহস্পতিবার বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে আয়োজিত হল মিস্টার ওয়েষ্ট বেঙ্গল ন্যাচারাল ২০২২ এবং ফিট কপ চ্যালেঞ্জ ২০২২ প্রতিযোগিতা। অতিরিক্ত পুলিশ সুপার কল‌্যাণ সিংহ রায় জানিয়েছেন, এই প্রতিযোগিতায় গোটা রাজ্য থেকেই প্রতিযোগিরা অংশ নিয়েছেন। প্রতিযোগিতার আয়োজকদের পক্ষে রণজ মুখার্জ্জী জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন জেলা থেকে মোট ২৫০ জন প্রতিযোগি অংশ নিয়েছেন। এছাড়াও বেঙ্গল পুলিশের সমস্ত জেলা থেকে আরও প্রায় ৫০জন পুলিশ কর্মী এই ফিট কপ চ্যালেঞ্জে অংশ নিয়েছেন। তিনি জানিয়েছেন, গোটা রাজ্যে এই ধরণের প্রতিযোগিতা প্রথম। তিনি জানিয়েছেন, ন্যাচারাল বা স্বাভাবিকভাবে নিজেদের শরীর গঠন যাঁরা করেছেন তাঁদের নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তিনি জানিয়েছেন, প্রায় ৫০ জনের ডোপ টেষ্ট করা হলেও কারও কোনো কিছু পাওয়া যায়নি। ৪টি বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

Purba Bardhaman Distict Police with Friends in Need & Deed organized Mr. West Bengal Natural 2022 & Fit Cop Challenge 2022 - 1st All Bengal Open Natural (Anti Anabolic) Bodybuilding & Fitness Championship & Open Police Bodybuilding & Fitness Championship Purba Bardhaman Distict Police with Friends in Need & Deed organized Mr. West Bengal Natural 2022 & Fit Cop Challenge 2022 - 1st All Bengal Open Natural (Anti Anabolic) Bodybuilding & Fitness Championship & Open Police Bodybuilding & Fitness Championship

About admin

Check Also

The fifth short film festival was organized in Burdwan

বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *