বিপুন ভট্টাচার্য, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ১৫ লক্ষাধিক গাছ লাগানোর লক্ষ্য নিয়ে বৃহস্পতিবার থেকে শুরু হল পূর্ব বর্ধমান জেলা জুড়ে বৃক্ষ রোপন ও বৃক্ষ পাট্টা সপ্তাহ উদযাপন কর্মসূচি। গোটা জেলা জুড়ে গাছ লাগাও শ্লোগানকে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে এদিন জেলার কালনা, কাটোয়া, বর্ধমান উত্তর ও বর্ধমান দক্ষিণ মহকুমার জন্য পৃথকভাবে ৪টি ট্যাবলোরও উদ্বোধন করা হল। এদিন এই ট্যাবলো উদ্বোধনে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদ সভাধিপতি দেবু টুডু, জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব প্রমুখরা। জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, ২০১৬-২০১৭ অর্থবর্ষে বর্ধমান জেলায় গাছ লাগানো হয়েছিল ১২২৭২৯০টি গাছ এবং ৮১৫৯ জনকে বৃক্ষ পাট্টা দেওয়া হয়েছিল। ২০১৭-২০১৮ আর্থিক বছরে ১৫০৪৪২০টি গাছ লাগানো হয়েছিল এবং বৃক্ষ পাট্টা তুলে দেওয়া হয়েছে ১০০০১ জনের হাতে। চলতি বছরে জেলায় ১৫২৬১৯৪টি চারাগাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বৃক্ষ পাট্টা দেওয়া হবে ১০১৭৫ জন মানুষকে। জেলাশাসক জানিয়েছেন, মূলত স্বয়ম্ভর গোষ্ঠীগুলিকে এই বৃক্ষ পাট্টা প্রদানের মাধ্যমে তাদের স্বয়ম্ভর করে তোলার চেষ্টা হচ্ছে। এবছর যে গাছগুলি লাগানো হচ্ছে তার মধ্যে বনদপ্তর থেকে লাগানো হচ্ছে ৮৮৬০২৯টি গাছ। ৯৪১৬৫টি বিভিন্ন ফলের গাছ লাগানো হচ্ছে। এছাড়াও ৫৪৬০০০ ভেটিভার গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। উল্লেখ্য, এই বৃক্ষ পাট্টা কর্মসুচীকে সফলভাবে রূপায়ণ করার জন্য ইতিমধ্যেই পূর্ব বর্ধমান জেলাকে স্কচ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। গোটা জেলা জুড়ে গাছ লাগাও শ্লোগানকে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে এদিন জেলার কালনা, কাটোয়া, বর্ধমান উত্তর ও বর্ধমান দক্ষিণ মহকুমার জন্য পৃথকভাবে ৪টি ট্যাবলোরও উদ্বোধন করা হল। এদিন এই ট্যাবলো উদ্বোধনে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদ সভাধিপতি দেবু টুডু, জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব প্রমুখরা। জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, ২০১৬-২০১৭ অর্থবর্ষে বর্ধমান জেলায় গাছ লাগানো হয়েছিল ১২২৭২৯০টি গাছ এবং ৮১৫৯ জনকে বৃক্ষ পাট্টা দেওয়া হয়েছিল। ২০১৭-২০১৮ আর্থিক বছরে ১৫০৪৪২০টি গাছ লাগানো হয়েছিল এবং বৃক্ষ পাট্টা তুলে দেওয়া হয়েছে ১০০০১ জনের হাতে। চলতি বছরে জেলায় ১৫২৬১৯৪টি চারাগাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বৃক্ষ পাট্টা দেওয়া হবে ১০১৭৫ জন মানুষকে। জেলাশাসক জানিয়েছেন, মূলত স্বয়ম্ভর গোষ্ঠীগুলিকে এই বৃক্ষ পাট্টা প্রদানের মাধ্যমে তাদের স্বয়ম্ভর করে তোলার চেষ্টা হচ্ছে। এবছর যে গাছগুলি লাগানো হচ্ছে তার মধ্যে বনদপ্তর থেকে লাগানো হচ্ছে ৮৮৬০২৯টি গাছ। ৯৪১৬৫টি বিভিন্ন ফলের গাছ লাগানো হচ্ছে। এছাড়াও ৫৪৬০০০ ভেটিভার গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। উল্লেখ্য, এই বৃক্ষ পাট্টা কর্মসুচীকে সফলভাবে রূপায়ণ করার জন্য ইতিমধ্যেই পূর্ব বর্ধমান জেলাকে স্কচ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে।
Tags Bardhaman Brikha Patta Burdwan East Bardhaman East Burdwan Purba Bardhaman tree plantation খবর পূর্ব বর্ধমান বর্ধমান বাংলা বাংলা খবর সংবাদ
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …