বর্ধমান (পূর্ব বর্ধমান) :- পূর্ব বর্ধমান জেলায় মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদ্রাসা ও ইংরাজী মাধ্যম স্কুলের কৃতি ২৮জন ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দিল জেলা প্রশাসন। শুক্রবার বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে কৃতিদের হাতে পুরষ্কার তুলে দিতে হাজির ছিলেন জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু, জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় সহ জেলা প্রশাসনের আধিকারিকরা। বর্ধমান জেলা সর্বশিক্ষা প্রকল্পাধিকারিক শারদ্বতি চৌধুরী জানিয়েছেন, কৃতিদের সঙ্গে মুখোমুখি এই শীর্ষক এই অনুষ্ঠানে এদিন কৃতিদের কাছ থেকে ভাল ফলের জন্য কি করা উচিত সে ব্যাপারে একটি প্রশ্নোত্তরের পর্বও অনুষ্ঠিত হয়। হাজির ছিলেন জেলার বিভিন্ন স্কুলের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের পরীক্ষার্থীরাও। জেলাশাসক এদিন বলেন, প্রত্যেকের মনে রাখা উচিত, তিনিই কেবল সেরা নন, আরও অনেক সেরা আছেন। তাই সবসময়ই নিজের ভালটাই তুলে ধরার চেষ্টা করতে হবে। একইসঙ্গে নিজের লক্ষ্যটাকেও স্থির করতে হবে। সভাধিপতি দেবু টুডু এদিন বলেন, ‘লেখাপড়া’ বদলে এখন ‘পড়াশোনা’ হয়েছে। তাই লেখার অভ্যাসটাকে গুরুত্ব দিতে হবে। তারই পাশাপাশি আদর্শবোধ ও মূল্যবোধকে জাগিয়ে তুলতে হবে – যা আজকের সমাজে বড়ই অভাব। জেলা পুলিশ সুপার এদিন ছাত্রছাত্রীদের নিজেদের পছন্দের বিষয় সম্পর্কে আরও মনোযোগী হবার পরামর্শ দেন।
Tags Barddhaman Bardhaman Bôrdhoman Burdwan CBSE Examination felicitation Higher Secondary HS ICSE ISC Kalna Katwa Madhyamik Madrasah MP School Secondary topper
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …