Breaking News

ভোট শেষ, শুরু গণনার জন্য জোরদার প্রস্তুতি, ভোটের ফলাফল ঘোষণা হতে দেরী হবার সম্ভাবনা

District Election Department preparation meeting to Counting the results of the Lok Sabha Election

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আগামী ২৩ মে পূর্ব বর্ধমান জেলার দুটি লোকসভা আসন বর্ধমান দুর্গাপুর এবং বর্ধমান পূর্ব লোকসভা আসনের ফলাফল প্রকাশিত হতে রীতিমত দেরী হবার সম্ভাবনা। মঙ্গলবার জেলা প্রশাসনের গণনা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠকের পর এমনটাই ইঙ্গিত দিয়েছেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব। তিনি জানিয়েছেন, এবার নির্বাচন কমিশনের নির্দেশে প্রতিটি বিধানসভা ভিত্তিক ৫টি করে ভি ভি প্যাটের স্লিপকে সংশ্লিষ্ট বুথের প্রদত্ত ভোট গণনার সঙ্গে মিলিয়ে দেখা হবে। স্বাভাবিকভাবেই এবার ভোটের ফলাফল ঘোষণায় দেরী হবার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে যদি গণনার কাজ পরের দিন অর্থাত ২৪ মে পর্যন্ত গড়ায় সেজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সবরকমের প্রস্তুতি রাখা হয়েছে। তবে তাঁরা আশা করছেন পরেরদিন দুপুর ১২টার মধ্যেই যাবতীয় গণনা সংক্রান্ত কাজ সম্পূর্ণ করতে পারবেন। District Election Department preparation meeting to Counting the results of the Lok Sabha Election এদিকে, পূর্ব বর্ধমান জেলায় ভোট প্রক্রিয়া শেষ হবার পর জোরকদমে ভোট গণনার প্রস্তুতি শুরু করে দিলেন জেলা প্রশাসন। ইতিমধ্যেই স্ট্রংরুমে কড়া পাহারার পাশাপাশি সবরকমের নিরাপত্তা বলয় তৈরী করা হয়েছে। ২৪ ঘণ্টার জন্যই সেগুলিতে নজরদারী চালাচ্ছেন ডেপুটি ম্যাজিষ্ট্রেটরা। এদিকে, ভোট গণনার জন্য পুর্ব বর্ধমান জেলা প্রশাসনের একটি উচ্চ পর্যায়ের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল মঙ্গলবার। পূর্ব বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, আগামী ২৩ মে ভোট গণনার জন্য জেলা প্রশাসনের সমস্ত আধিকারিকদের নিয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়েছে। হাজির ছিলেন জেলার সমস্ত অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসক, নির্বাচনের দায়িত্বে থাকা সমস্ত আধিকারিকরাও। তিনি জানিয়েছেন, ২৩ মে সকাল ৮ টা থেকে গণনার কাজ শুরু হবে। এদিকে, গত ২৯ এপ্রিল এবং ১২ মে দুটি ধাপে জেলার নির্বাচন অনুষ্ঠিত হবার পর কয়েকটি বুথে ছাপ্পা ভোট দেবার অভিযোগ এবং ১২ মে খণ্ডঘোষ বিধানসভার নির্বাচনে দুজন প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেবার পর ওই বুথগুলিতে কোনো পুননির্বাচনের বিষয়ে এখনও কোনো নির্দেশিকা জেলায় আসেনি বলে এদিন জানিয়েছেন জেলাশাসক।

About admin

Check Also

The fifth short film festival was organized in Burdwan

বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *