গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- স্ত্রীকে খুন করে প্রমাণ লোপাটের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বর্ধমান আদালত। এছাড়াও খুনের জন্য ১০ হাজার টাকা এবং প্রমাণ লোপাটের জন্য আরও ৩ হাজার টাকা সাজাপ্রাপ্তকে জরিমানা করেছে আদালত। জরিমানার টাকা না দিলে আরও ১ বছর সাজা খাটতে হবে সাজাপ্রাপ্তকে। বৃহস্পতিবার বর্ধমানের জেলা জজ মহম্মদ সাব্বর রশিদি এই সাজা ঘোষণা করেছেন। সাজাপ্রাপ্তের নাম ভগীরথ হেমব্রম। মেমারি থানার আমাদপুরে তার বাড়ি। সে জারগ্রাম পঞ্চায়েতের কর্মী। সাজা শুনে ভগীরথ বলে, মিথ্যা মামলায় ফাঁসিয়ে আমাকে সাজা দেওয়া হল। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। তার আইনজীবী রামগোপাল মজুমদার বলেন, ঘটনার কোনও প্রত্যক্ষদর্শী নেই। রায়ে বিস্তর অসঙ্গতি রয়েছে। এই রায়কে হাইকোর্টে চ্যালেঞ্জ করা হবে।
তদন্তে নেমে বেশ কয়েকবার ভগীরথকে জিজ্ঞাসাবাদ করে পুলিস। তার কথায় বিস্তর অসঙ্গতি পায় পুলিস। ঘটনাস্থলের বাসিন্দাদের সঙ্গেও কথা বলে পুলিস। কেউই ঘটনার দিন কারও চিৎকার শুনতে পাওয়ার কথা জানান নি পুলিসকে। এরই মধ্যে মুংলির চপ্পল ঘটনাস্থলের কিছুটা দূর থেকে উদ্ধার হয়। সেখান থেকে পুলিস ৪টি রক্তমাখা আধলা ইট ও একটি ব্লেড উদ্ধার করে। ব্লেডেও রক্তের দাগ ছিল। ভগীরথের ক্ষতচিহ্নটি ব্লেডের বলে সন্দেহ হয় পুলিসের। পুলিস এ ব্যাপারে বর্ধমান মেডিক্যাল কলেজের ফরেন্সিক বিশেষজ্ঞের সাহায্য নেয়। ভগীরথকে পরীক্ষা করে ক্ষত নিজের তৈরি করা বলে মত দেন ফরেন্সিক বিশেষজ্ঞ। এরপরই ১৭ অক্টোবর সকালে বাড়ি থেকে পুলিস ভগীরথকে গ্রেপ্তার করে। তাকে হেফাজতে নেয় পুলিস। জেরায় সে স্ত্রীকে খুনের কথা কবুল করে। ঘটনাস্থলের বাসিন্দা কৃষ্ণ সরকার ঘটনার দিন এক সাইকেল আরোহীকে রক্তমাখা জামা পড়ে যেতে দেখেছেন বলে পুলিসের কাছে জানান। এরপরই পুলিস খুনে ভগীরথের জড়িত থাকার বিষয়ে নিশ্চিত হয়। সেই বছরেরই ১৮ ডিসেম্বর জামিন পায় ভগীরথ। তদন্ত সম্পূর্ণ করে ২০১৬ সালের ৩১ জানুয়ারি খুন (৩০২আইপিসি) ও প্রমাণ লোপাট (২০১আইপিসি) ধারায় চার্জশিট পেশ করে পুলিস।