Breaking News

জেলা পরিষদের উদ্যোগে চালু বায়ো-ডাইজেস্টার ভ্রাম্যমান শৌচাগার

District Magistrate & Sabhadhipati inaugurated four Bio-Digester Mobile Toilet. Purba Bardhaman Zilla Parishad District Water and Sanitation Cell

বর্ধমান (পূর্ব বর্ধমান) :-  পূর্ব বর্ধমান জেলা নির্মল জেলা। কিন্তু অনেক সময়ই কোনো মেলা বা বড় সমাবেশ হলে সেখানে পর্যাপ্ত টয়লেটের ব্যবস্থা না থাকায় প্রায়শই সমস্যা দেখা দেয়। আর তাই পুর্ব বর্ধমান জেলা পরিষদের উদ্যোগে মঙ্গলবার জেলার ৪ টি মহকুমার জন্য প্রায় ৩০ লাখ টাকা ব্যয় করে চালু হল বায়ো-ডাইজেস্টার ভ্রাম্যমান শৌচাগার। সরকারি অনুষ্ঠান ও জনসভায় ব্যবহারের পাশাপাশি বেসরকারী ক্ষেত্রেও এই শৌচাগারকে ভাড়া দেবে জেলা পরিষদ কর্তৃপক্ষ। District Magistrate & Sabhadhipati inaugurated four Bio-Digester Mobile Toilet. Purba Bardhaman Zilla Parishad District Water and Sanitation Cell এদিন এই শৌচাগারের উদ্বোধন অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়াসহকারী সভাধিপতি দেবু টুডুজেলাশাসক অনুরাগ শ্রীবাস্তবজেলা নির্মল বাংলা প্রকল্পের কোর্ডিনেটর তপন পাল প্রমুখরাও। জানা গেছেপ্রতিটি এই ভ্রাম্যমাণ গাড়িতে রয়েছে দুটি মহিলা ও দুটি পুরুষ শৌচাগার। বায়ো-ডাইজেস্টার প্রথায় তৈরী হওয়ায় কোনো দূষণের সম্ভাবনা থাকছে না। বর্জ্য পদার্থ ৭২ ঘণ্টার মধ্যে পরিশুদ্ধ জলে পরিণত হবে এবং তা পুনরায় ব্যবহার করা যাবে। 

District Magistrate & Sabhadhipati inaugurated four Bio-Digester Mobile Toilet. Purba Bardhaman Zilla Parishad District Water and Sanitation Cell District Magistrate & Sabhadhipati inaugurated four Bio-Digester Mobile Toilet. Purba Bardhaman Zilla Parishad District Water and Sanitation Cell District Magistrate & Sabhadhipati inaugurated four Bio-Digester Mobile Toilet. Purba Bardhaman Zilla Parishad District Water and Sanitation Cell District Magistrate & Sabhadhipati inaugurated four Bio-Digester Mobile Toilet. Purba Bardhaman Zilla Parishad District Water and Sanitation Cell

About admin

Check Also

Doctor Birupaksha Biswas was transferred to Kakdwip a year ago, did not go

এক বছর আগেই কাকদ্বীপে বদলি করা হয় চিকিৎসক বিরূপাক্ষকে, যাননি; ক্যান্টিন মালিক আইনের পথে

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বিতর্কিত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে এক বছর আগেই স্বাস্থ্য দপ্তর বদলির নির্দেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *