বর্ধমান (পূর্ব বর্ধমান) :- পূর্ব বর্ধমান জেলা নির্মল জেলা। কিন্তু অনেক সময়ই কোনো মেলা বা বড় সমাবেশ হলে সেখানে পর্যাপ্ত টয়লেটের ব্যবস্থা না থাকায় প্রায়শই সমস্যা দেখা দেয়। আর তাই পুর্ব বর্ধমান জেলা পরিষদের উদ্যোগে মঙ্গলবার জেলার ৪ টি মহকুমার জন্য প্রায় ৩০ লাখ টাকা ব্যয় করে চালু হল বায়ো-ডাইজেস্টার ভ্রাম্যমান শৌচাগার। সরকারি অনুষ্ঠান ও জনসভায় ব্যবহারের পাশাপাশি বেসরকারী ক্ষেত্রেও এই শৌচাগারকে ভাড়া দেবে জেলা পরিষদ কর্তৃপক্ষ। এদিন এই শৌচাগারের উদ্বোধন অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, সহকারী সভাধিপতি দেবু টুডু, জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, জেলা নির্মল বাংলা প্রকল্পের কোর্ডিনেটর তপন পাল প্রমুখরাও। জানা গেছে, প্রতিটি এই ভ্রাম্যমাণ গাড়িতে রয়েছে দুটি মহিলা ও দুটি পুরুষ শৌচাগার। বায়ো-ডাইজেস্টার প্রথায় তৈরী হওয়ায় কোনো দূষণের সম্ভাবনা থাকছে না। বর্জ্য পদার্থ ৭২ ঘণ্টার মধ্যে পরিশুদ্ধ জলে পরিণত হবে এবং তা পুনরায় ব্যবহার করা যাবে।
Tags Bio-Digester Bio-Digester Mobile Toilet Mobile Toilet
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …