বর্ধমান (পূর্ব বর্ধমান) :- গত কয়েকদিন ধরেই পূর্ব বর্ধমান জেলায় তীব্র কুয়াশার দাপটে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। আর এই দুর্ঘটনা রুখতে জেলা পুলিশ ব্যাপকভাবেই উদ্যোগ নিল। জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, রাত যত বাড়ছে, বাড়ছে কুয়াশার দাপট, কমছে দৃশ্যমানতা। রাত বাড়ার সঙ্গে জাতীয় সড়কে দৃশ্যমানতা কমে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে দূরপাল্লার গাড়ির চালকদের সতর্ক রাখতে রাত থেকে ভোর পর্যন্ত বর্ধমানের নবাবহাটের কাছে জাতীয় সড়কের ধারে চালকদের চা, জল পরিবেশন করছে পূর্ব বর্ধমান জেলা পুলিশের গোলাপবাগ ট্র্যাফিক গার্ড। সেই সঙ্গে গাড়ির চালকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে পথ নিরাপত্তা সংক্রান্ত সচেতনতার বার্তা। কুয়াশার সময় কীভাবে গাড়ি চালানো উচিত সে ব্যাপারে চলছে লাগাতার পুলিশের পক্ষ থেকে প্রচারাভিযান।
Tags fog prevent accident prevent road accident Road Accident
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …