বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নদী থেকে অবৈধ বালি উত্তোলন, নদীর বাঁধ ভাঙা সহ চলতি খরিফ মরশুমে জলাধার থেকে জল ছাড়ার বিষয় নিয়ে বৈঠক করলেন বর্ধমানের ডিভিশনাল কমিশনার হরি রামালু। বুধবার বর্ধমানের সার্কিট হাউসে পূর্ব ও পশ্চিম বর্ধমানের জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন বর্ধমানের ডিভিশনাল কমিশনার হরি রামালু। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানিয়েছেন, আগামী ২৩ জুলাই থেকে পাঞ্চেত থেকে পর্যায়ক্রমে জল ছাড়া হবে ৩০ অক্টোবর পর্যন্ত। এদিন দামোদরে অবৈধ বালি তোলা নিয়ে তিনি বলেন, দ্রুত বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। এদিন অবৈধভাবে বালি তোলা নিয়ে প্রশাসনের আধিকারিকদের কথা হয়েছে। তাঁদের ব্যবস্থা নেবার নির্দেশ দেওয়া হয়েছে। দামোদরের পাড় ভাঙা প্রসঙ্গে তিনি বলেন, দামোদরের যে সমস্ত জায়গায় বাঁধ ভাঙছে সেই সমস্ত জায়গায় বাঁধানোর কাজ আরম্ভ হয়েছে। যাতে দ্রুত কাজ হয় সেদিকে নজর রাখা হচ্ছে। ইতিমধ্যেই একটি এ্যাকশন প্লানও তৈরী করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। দামোদরের বুক থেকে বালি তোলার জন্য নদীর বুকেই যে সমস্ত অস্থায়ী বাঁধ তৈরী করা হয়েছে বা অস্থায়ী রাস্তা তৈরী করা হয়েছে সেগুলো ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন এদিন ডিভিশনাল কমিশনার। একইসঙ্গে পূর্ব বর্ধমান এর দক্ষিণ দামোদর তীরে যেসব গ্রাম বন্যাকবলতি হয় রায়না, খণ্ডঘোষ, জামালপুর, মেমারী সহ একাধিক গ্রামের বিষয়ে নজরদারী রাখারও নির্দেশ দিয়েছেন হরি রামালু।
Tags Agriculture Bardhaman Burdwan Cultivation East Bardhaman East Burdwan Irrigation kharif Purba Bardhaman খবর খরিফ চাষ দামোদর পূর্ব বর্ধমান বর্ধমান বাংলা বাংলা খবর বালি সংবাদ সেচ
Check Also
বর্ধমান টাউন হলে শুরু হলো লিটল ম্যাগাজিন মেলা, চলবে ২৪ নভেম্বর পর্যন্ত
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার থেকে শুরু হলো ‘বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা ২০২৪’। বর্ধমান টাউন …