বর্ধমান (পূর্ব বর্ধমান) :- অভয়ার বিচারের দাবিতে ফের নাগরিকরা বর্ধমানের রাজপথে নামতে চলেছেন আগামী ১৩ নভেম্বর। সোমবার সাংবাদিক বৈঠকে ডাক্তার আন্দোলনের অন্যতম মুখ বর্ধমানের ডেপুটি সিএমওএইচ (২) সুবর্ণ গোস্বামী জানিয়েছেন, আগামী ১৩ নভেম্বর ‘অভয়া মঞ্চ’-র পক্ষ থেকে বর্ধমানের কার্জন গেট থেকে রাজবাড়ি পর্যন্ত সমস্ত শ্রেণীর নাগরিকদের নিয়ে বৃহত্তর প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে। একইসঙ্গে ১৩ তারিখের পর কেবলমাত্র আর জি করই নয় পরবর্তী সময়ে গোটা রাজ্য জুড়ে এবং একইসঙ্গে পূর্ব বর্ধমান জেলাতেও যে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে তা নিয়ে আন্দোলনের রূপরেখা তাঁরা তৈরি করবেন। আগামী দিন এই আন্দোলন আরও তীব্র আকার নিতে চলেছে। জয়নগর থেকে একটি জাঠাও তাঁরা করতে চলেছেন। এদিন সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন বর্ধমানের ‘মানবী – অর্ধেক আকাশ’, নারী ঐক্য মঞ্চের প্রতিনিধি সহ জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা। বর্ধমানের একটি হোটেলে সাংবাদিক বৈঠকে রাজ্যের জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস সংগঠনের নেতা সুবর্ণ গোস্বামী এদিন জানিয়েছেন, রাজ্য সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে বারবার। দিনের পর দিন এই নারী নির্যাতনের ঘটনা বেড়ে চলেছে, তার অন্যতম কারণ অপরাধীরা শাসককে বন্ধু মনে করছে। অপরাধ এবং অপরাধীকে চিহ্নিত করার পরিবর্তে তাঁরা ডাক্তার ও সাধারণ মানুষের এই আন্দোলনের পিছনে কে তা জানতেই ব্যস্ত। সুবর্ণবাবু এদিন সরাসরি জানিয়েছেন, তাঁদের আন্দোলনে টাকা ঢেলেছেন শাসকদলের নেতারাও। এমনকি শাসকদলের বহু সমর্থকই তাঁদের আন্দোলনে পা মিলিয়েছেন। অনেকেই পিছন থেকে তাঁদের সরাসরি সাহায্য করে চলেছেন। এদিন সিবিআইয়ের তদন্ত নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। তিনি জানিয়েছেন, তাঁরা সমস্ত বিষয়ই লক্ষ্য রাখছেন। কিন্তু তাঁরা সিবিআই তদন্তে সন্তুষ্ট নন। আগামী দিনে নিজাম প্যালেস অভিযানও করা হবে বলে তিনি এদিন জানিয়েছেন। এদিন রেফারেল সিস্টেম নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন সুবর্ণবাবুরা। তাঁরা জানিয়েছেন, প্রয়োজনের তুলনায় বেড সংখ্যা কম থাকলে এই সমস্যা থাকবেই। এর জন্য যেমন কেন্দ্রীয় সরকারের ভূমিকা খারাপ তেমনিই রাজ্য সরকারের। প্রসঙ্গত, ডাক্তারদের আন্দোলনের পিছনে রাজনৈতিক ইন্ধন প্রসঙ্গে এদিন সুবর্ণ গোস্বামী জানিয়েছেন, তাঁদের আন্দোলন অবশ্যই রাজনৈতিক আন্দোলন কিন্তু কোনো দলীয় আন্দোলন নয়। কোনো দলীয় ঝান্ডা নিয়ে তাঁদের আন্দোলন নয়।
Tags RG Kar case
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …