বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আর জি কর কাণ্ডে কলকাতায় জুনিয়র ডাক্তারদের অনশনকে সংহতি জানিয়ে সোমবার থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালেও জুনিয়র ডাক্তারদের একাংশ প্রতীকী ১২ ঘণ্টার অনশনে বসলেন। এদিন বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগের সামনে দুই মহিলা চিকিত্সক-সহ মোট ৮ জন এই অনশন শুরু করলেন। তাঁরা জানিয়েছেন, ১০ দফা দাবির সমর্থনে কলকাতায় যে অনশন শুরু করেছেন চিকিৎসকরা তাকে সংহতি জানাতেই তাঁরাও এই প্রতীকী ১২ ঘণ্টার অনশন শুরু করেছেন। যদিও রোগী পরিষেবা চালু রেখেই প্রতীকী অনশনে শামিল হয়েছেন জুনিয়র ডাক্তাররা বলে তাঁরা জানিয়েছেন। জুনিয়র ডাক্তারদের দাবি, ১ জন সিনিয়র চিকিৎসক সহ ৮ জন আজ প্রতীকী অনশনে শামিল হয়েছেন। আউটডোরে চিকিৎসা পরিষেবা চালু রেখে প্রতীকী অনশনে সামিল হয়েছেন বেশ কয়েকজন চিকিৎসক। অনশনরত অবস্থায় আউটডোরে রীতিমতো রোগী দেখছেন আন্দোলনরত চিকিৎসকরা। বাকিরা জরুরি বিভাগের পাশে অনশন মঞ্চে প্রতীকী অনশন করছেন। দাবি না মানা হলে প্রতিদিনই প্রতীকী অনশন চলবে বলে দাবি করেছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের।
Tags Hunger STrike
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …