বর্ধমান (পূর্ব বর্ধমান) :- যাদের গলায় সাধারণত স্টেথোস্কোপ, হাতে পেন ও প্রেসক্রিপশন দেখতেই অভ্যস্ত সাধারণ মানুষজন সেই ডাক্তারদের হঠাৎ করেই শহরের রাজপথে গানের তালে তাল মিলিয়ে নাচ করতে দেখে এক প্রকার চমকে ওঠেন পথচলতি মানুষজন। সবে অফিস, স্কুল ছুটি হয়েছে। বিকালে বাড়ি ফেরার তাড়া, আর সেই চরম ব্যস্ততার মাঝেই হঠাৎ করে একপ্রকার থমকে গেলো বর্ধমান শহরের কার্জনগেট চত্বর। জিটি রোডে তখন ভিড় সামলাতে ব্যস্ত পুলিশ। আর এই ভিড়ের মাঝে ই একের পর এক গানের সঙ্গে তাল মিলিয়ে নেচে চলেছেন বর্ধমান ডেন্টাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা। কিন্তু কেনো? বর্ধমান ডেন্টাল কলেজের চিকিৎসক আমদাদুল হক, পৌলমী দাস ও সুচরিতা সরকাররা জানান, সারা বছর ধরেই চোখমুখ গুঁজে রোগীর পরিষেবা তাঁদের ভালোমন্দের চিন্তা ও চাপ নিয়ে কাটে। কখনও কখনও বাড়তি চাপে রোগী ও রোগীর পরিবারের সঙ্গে কেউ কেউ দুর্ব্যবহার করে ফেলেন আবার উলটো দিকে সময় ও পরিস্থিতি বিচার না করে রোগীর পরিবার পরিজনদের দ্বারা হেনস্তা হতে হয় ডাক্তারদেরও। অথচ এটা হওয়া কাম্য নয়। কারণ উভয়েরই অনুভূতি সমান।কষ্ট সবারই হয়। রোগী ও রোগীর পরিজনদের প্রতি যেমন ডাক্তারদের সহানুভূতি দেখানো উচিত, ঠিক তেমনই রোগী পক্ষেরও উচিত ডাক্তারদের প্রতি একটু সদ্ভাব দেখানো। মূলত এই বার্তা দিতেই বর্ধমান ডেন্টাল কলেজের বাৎসরিক অনুষ্ঠান ‘সেনসেশন 2K24’ উপলক্ষ্যে একটি ফ্ল্যাশ মবের আয়োজন করা হয়েছে। যেখানে কলেজের সমস্ত চিকিৎসক, হবু চিকিৎসকরা অংশগ্রহণ করেছেন। বার্তা একটাই চিকিৎসক-রোগী ও রোগীর পরিজনদের মধ্যে সম্পর্ক নিবিড় হোক।
Tags Burdwan Dental College Burdwan Dental College & Hospital Burdwan Dental Hospital Curzon Gate Dental College Dental Hospital flash mob
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …