Breaking News

বর্ধমান টাউন স্কুলের শতবর্ষে তৈরি হচ্ছে ডকুমেন্টারি ফিচার ফিল্ম “বিদ্যে বাড়ির ইতিকথা”

Documentary feature film "Bidya Barir Itikatha" is being made on the centenary of Burdwan Town School.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান টাউন স্কুলের শতবর্ষ উদ্‌যাপনকে স্মরণীয় করে রাখতে ৪৫ মিনিটের ডকুমেন্টারি ফিচার ফিল্ম তৈরি করতে চলেছে। আগামী ফেব্রুয়ারি মাসেই ফিল্মটির ট্রেলার মুক্তি পাবে বলে জানিয়েছেন বর্ধমান টাউন স্কুলের প্রাক্তনী সংগঠনের সম্পাদক বিশ্বজিৎ মল্লিক। শুক্রবার তিনি জানিয়েছেন, এই ডকু-ফিচারের নাম দেওয়া হয়েছে ‘বিদ্যে বাড়ির ইতিকথা’। ফিল্মের পরিচালক এবং স্ক্রিপ্ট রাইটার জয়ন্ত সেন। কাহিনি লিখেছেন স্কুলেরই প্রাক্তনী সুমিত রায়, ক্রিয়েটিভ ডিরেক্টর স্কুলের প্রাক্তনী দেবরাজ কর্মকার, সহ-পরিচালক স্কুলের প্রাক্তনী রাজীব শীল। গোটা ফিল্ম তৈরির খরচ জোগাচ্ছে স্কুলের প্রাক্তনী সংগঠন। এদিন বিশ্বজিৎ মল্লিক জানিয়েছেন, তাঁদের স্কুলের ১০০ বছরে নানা ইতিহাস ছড়িয়ে রয়েছে। তাঁরা চেষ্টা করছেন সেগুলিকে তুলে ধরার। সবটা হয়ত হবে না, তবুও কিছুটা হবে – যা আগামী প্রজন্মের কাছে মূল্যবান হবে। পরিচালক জয়ন্ত সেন জানিয়েছেন, স্কুল মানেই একটা আবেগ। সেই আবেগকেই তুলে ধরার চেষ্টা হবে। ইংরেজ শাসকের চাবুকের পরোয়া না করে স্কুলে পড়তে আসা কিংবা দামোদর পার হয়ে স্কুলে পড়তে আসার মত বিষয়গুলিকেও তুলে ধরার চেষ্টা করা হবে। গোটা শ্যুটিং হবে পূর্ব বর্ধমান জেলা জুড়েই। আগামী ফেব্রুয়ারি মাসেই স্কুলের শতবর্ষ পূরণ হচ্ছে। সেই সময় এটি উদ্বোধন করা হবে। শুক্রবার স্কুলের ছাত্রদের নিয়ে প্রথম পর্যায়ের অডিশনও নেওয়া হয় দু’দফায়।

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *