Breaking News

বর্ধমান ও গুসকরা পুরসভা নির্বাচনের আসন সংরক্ষণের খসড়া তালিকা প্রকাশিত হল পুরভোটের আসন সংরক্ষণে বাদ পড়ছেন বর্ধমান ও গুসকরা পুরসভার হেভিওয়েটরা

Draft Publication of reservation of seats in connection with Burdwan & Guskara Municipal Election 2018

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- পঞ্চায়েত ভোটের রেশ কাটতে না কাটতেই এবার পুরভোটের দামামা বেজে গেল মঙ্গলবার থেকে। মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার বর্ধমান ও গুসকরা পুরসভার আসন সংরক্ষণের খসড়া তালিকা প্রকাশিত হল। এবার আসন সংরক্ষণের কোপে পড়েছেন দুটি পুরসভার চেয়ারম্যানরা। সংরক্ষণের কোপে পড়েছেন দুটি পুরসভার তথাকথিত হেভিওয়েট তৃণমূল নেতারাও।

Draft Publication of reservation of seats in connection with Burdwan Municipal Election 2018

বর্ধমান পুরসভার মোট আসন সংখ্যা ৩৫। সবগুলিই তৃণমূল কংগ্রেসের দখলে। আসন সংরক্ষণের কোপে পড়েছে বর্ধমান পুরসভার ১৪টি আসন। এর মধ্যে ১২টি আসন মহিলা তপশীলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের জন্য সংরক্ষিত করা হয়েছে। সাধারণ তপশীলি জাতি ও উপজাতিদের জন্য সংরক্ষিত হয়েছে ৪টি আসন।

Draft Publication of reservation of seats in connection with Guskara Municipal Election 2018

গুসকরা পুরসভার মোট আসন ১৬টি। এর মধ্যে সংরক্ষণের আওতায় এসেছে ৯টি আসন। গুসকরা পুরসভায় সংরক্ষণের কোপে পড়েছেন খোদ পুরপতি বুর্ধেন্দু রায়। তিনি এবার আর দাঁড়াতে পারবেন না। অবশ্য অন্য কোনো ওয়ার্ড থেকে তিনি টিকিট পাবেন কিনা সে বিষয় এখনও পরিষ্কার হয়নি। গুসকরা পুরসভার ক্ষেত্রে সবথেকে উল্লেখযোগ্য দুই কাউন্সিলার মল্লিকা চোংদার এবং নিত্যানন্দ চট্টোপাধ্যায় এবার নিজের নিজের ওয়ার্ড থেকে আর দাঁড়াতে পারছেন না। দাঁড়াতে পারছেন না গুসকরা পুরসভার বিরোধী দলনেতা মনোজ সাউ। অপরদিকেমঙ্গলবার প্রকাশিত এই তালিকা অনুসারে এবার অনেক হেভিওয়েট নেতাই আর নিজের নিজের সিটে দাঁড়াতে পারবেন না বর্ধমান পুরসভায়। বর্ধমান পুরসভার ৩৫টি পুর আসনের মধ্যে সংরক্ষণের কোপে পড়েছে ১৪টি ওয়ার্ড। এর ফলে বর্তমান পুরসভার চেয়ারম্যান ডাস্বরূপ দত্তভাইস চেয়ারম্যান খোন্দেকার মহম্মদ সাহিদুল্লাহ দুজনেই দাঁড়াতে পারছেন না। সংরক্ষণের কোপে পড়েছেন বর্ধমান পুরসভার সবথেকে বেশি দাপুটে নেতা খোকন দাস। বাদ পড়েছেন অরূপ দাসসেলিম খানসৈয়দ মহম্মদ সেলিমঅধ্যাপক জয়ন্ত কুমার দত্তপরেশ সরকারআল্পনা হালদারবিভুতোষ মণ্ডলরূপালী কৈবর্ত্যমমতা রায় এবং সুশান্ত প্রামাণিক। তবে এদের মধ্যে অনেকেই আগেরবার যে সমস্ত ওয়ার্ড থেকে দাঁড়িয়েছিলেন সেই ওয়ার্ডের পরিবর্তে অন্য ওয়ার্ড থেকে দাঁড়াতে চলেছেন বলে জানা গেছে। এদের মধ্যে রয়েছেন খোকন দাস। তিনি ২৩নং ওয়ার্ড থেকে দাঁড়িয়ে জিতেছিলেন। তাঁর বাড়ি ২৩ নং ওয়ার্ডে। এবার ২৪ নং ওয়ার্ড থেকে তিনি দাঁড়াতে পারেন বলে জানা গেছে। 

About admin

Check Also

The fifth short film festival was organized in Burdwan

বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *