Breaking News

আর জি করের ঘটনার প্রতিবাদে বর্ধমানের রাজপথেও “দ্রোহের কার্নিভাল”

"Droher Carnival" on the streets of Burdwan to protest against the RG Kar incident

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমানের রাজপথেও “দ্রোহের কার্নিভাল”। মঙ্গলবার বিকালে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগ থেকে এই কার্নিভালের মিছিল শুরু হয়ে বর্ধমান রাজবাড়ি হয়ে ‘দ্রোহের কার্নিভাল’শেষ হয় কার্জন গেট চত্বরে। এখনও অভয়া-তিলোত্তমার খুন-ধর্ষণের সুবিচার হল না – এই অভিযোগ তুলে তাকে ধিক্কার জানিয়েই এদিন পথে নামেন সিনিয়র, জুনিয়র ডাক্তার-সহ চিকিৎসা পেশার সঙ্গে যুক্তরা এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষজন। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্‌স-এর ডাকা এই “দ্রোহের কার্নিভাল”-এ এদিন অংশ নেয় ‘বর্ধমান সাধারণ নারী ঐক্য মঞ্চ’, ‘মানবী – অর্ধেক আকাশ’, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভস ইউনিয়ন, ফেডারেশন অফ মেডিকেল রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, বর্ধমান মেডিকেল কলেজের প্রাক্তনীদের সংগঠন, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের রেসিডেন্ট ডাক্তার, বর্ধমান হরিসভা হিন্দু বালিকা বিদ্যালয়ের প্রাক্তনীরা-সহ অন্যান্যরা। "Droher Carnival" on the streets of Burdwan to protest against the RG Kar incident মিছিল শেষে কার্জন গেটের সামনে মানববন্ধনের মাধ্যমে অবরোধ করে প্রতিবাদ জানানো হয়। করা হয় পথনাটিকাও। নাটকে তুলে ধরা হয় নারীদের ওপর অত্যাচার, লাঞ্ছনার ঘটনাও। প্রতিবাদীদের পক্ষ থেকে জানানো হয়, আর জি কর কাণ্ড-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ধর্ষণ এবং নারী নির্যাতনের যে ঘটনা ঘটেছে তার সুবিচার চাইতে তাঁরা পথেই থাকছেন। উৎসবের আগেও যেমন তাঁরা পথে ছিলেন, তেমনি উৎসবের পরেও তাঁরা পথে থাকবেন। "Droher Carnival" on the streets of Burdwan to protest against the RG Kar incident

About admin

Check Also

The fifth short film festival was organized in Burdwan

বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *