রায়না (পূর্ব বর্ধমান) :- কালভার্ট তৈরীর জন্য খোঁড়া গর্তে ধস নামায় বাস চলাচল পুরোপুরি বন্ধ পূর্ব বর্ধমানের বর্ধমান জামালপুর রুটে। বিপাকে সাধারণ মানুষ। রাস্তা সংস্কারের পাশাপাশি রায়না বাজারে নতুন করে কালভার্ট তৈরীর কাজ চলছে। গত দুদিনের ভারী বৃষ্টিতে গর্তের পাশে ধস নামে। পাথরবোঝাই ডাম্পার শুক্রবার গর্তে নেমে যাওয়ায় বিপত্তি আরো বাড়ে। বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছে এলাকার মানুষের পাশাপাশি স্কুল কলেজের পড়ুয়ারাও। বাসের চালক দেবব্রত কোনার জানিয়েছেন, কালভার্টের জন্য কোনো বড় গাড়িই যাতায়াত করতে পারছে না। ফলে বর্ধমান জামালপুর ভায়া শ্যামসুন্দর রুটের প্রায় ৩৫টি বাস বন্ধ করে দেওয়া হয়েছে। বাসের যাত্রী হাফিজুর রহমান এদিন জানিয়েছেন, জামালপুর থেকে তিনি বর্ধমান যাবার জন্য জামালপুর বাসস্ট্যাণ্ডে দাঁড়িয়েছিলেন। কিন্তু কোনো বাসই ছাড়েনি। ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে তাদের। এদিকে, এই ঘটনায় যুদ্ধকালীন তত্পরতায় রায়না বাজারের এই রাস্তা মেরামতির কাজ শুরু হয়েছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু জানিয়েছেন, গোটা বিষয়টি নিয়ে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা হয়েছে।
Tags Bardhaman Burdwan Burdwan Jamalpur Road East Bardhaman East Burdwan heavy rain Purba Bardhaman rain Raina street collapses vehicular traffic stopped খবর পূর্ব বর্ধমান প্রবল বৃষ্টি বর্ধমান বাংলা বাংলা খবর যানবাহন রাস্তায় ধস সংবাদ
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …