E Purba Bardhaman

মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মন্তব্যের প্রতিবাদে বর্ধমানে পুড়লো দিলীপ ঘোষের কুশপুতুল

Effigy of Dilip Ghosh burnt in Burdwan to protest against comments on Mamata Banerjee

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের মন্তব্যের প্রতিবাদে বুধবার রাতে বর্ধমানের কার্জন গেটের সামনে বিধায়ক খোকন দাসের নেতৃত্বে বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেস। এদিন কার্জন গেটের সামনে দিলীপ ঘোষের কুশপুতুলও পোড়ানো হয়। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এই মন্তব্যের ঘটনায় দিলীপ ঘোষের প্রার্থী পদ বাতিল-সহ তাঁর বিরুদ্ধে শাস্তিরও দাবি জানায় তৃণমূল নেতারা। উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস-সহ বর্ধমান পুরসভার কাউন্সিলার এবং দলীয় নেতৃত্বরাও। এছাড়াও এদিন বর্ধমান ২ ব্লকের বাম গ্রামেও মিছিল করে প্রতিবাদ জানান হয়। পোড়ানো হয় দিলীপ ঘোষের কুশপুতুল। উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিক, বর্ধমান ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কাকলি তা, বর্ধমান ২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পরমেশ্বর কোনার প্রমুখ।

Exit mobile version