Breaking News

মনোনয়ন দাখিল করলেন বর্ধমান-দুর্গাপুর এবং বর্ধমান পূর্বের কংগ্রেস সমর্থিত সিপিআই(এম) প্রার্থী

Congress-supported CPI(M) candidates from Bardhaman-Durgapur and Bardhaman East filed nominations.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আদালতের নির্দেশে ২০১৬ সালের এসএসসি প্যানেলকে বাতিল করে দেওয়ায় একদিকে যখন হতাশা আর দুশ্চিন্তায় পড়েছে একাধিক পরিবার। তখন এই বিষয়কেই চলতি নির্বাচনী প্রচারে মুখ্য হাতিয়ার করতে শুরু করে দিল তৃণমূল বিরোধী রাজনৈতিক দলগুলি। সোমবার বর্ধমান-দুর্গাপুর এবং বর্ধমান পূর্ব এই দুই কেন্দ্রে মনোনয়ন দাখিল করলেন জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী সুকৃতি ঘোষাল এবং নীরব খাঁ। এদিন তাঁরা এসএসসির প্যানেল বাতিলের খবর শুনে বলেন, তাঁরা অনেকদিন ধরেই বলছেন নিয়োগ দুর্নীতি হয়েছে। অবিলম্বে সাজা হওয়া উচিত। যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের চাকরি পাইয়ে দেবার প্রকৃত তথ্য উদ্‌ঘাটিত হোক। এতদিনে তাঁদের সেই দাবিকে মান্যতা দিল আদালত। বাম দুই প্রার্থী জানিয়েছেন, যাঁরা এই ঘটনার সঙ্গে যুক্ত তাঁদের প্রত্যেকেরই সাজা হওয়া উচিত। তাঁরা নির্বাচনী প্রচারে তৃণমূলের এই দুর্নীতিকে তুলে ধরবেন আরও জোড়ালো ভাবে। Congress-supported CPI(M) candidates from Bardhaman-Durgapur and Bardhaman East filed nominations.

About admin

Check Also

Dilip Ghosh attacked the police with foul language, BJP candidate threatened to take off his pants.

পুলিশকে কদর্য ভাষায় আক্রমণ দিলীপ ঘোষের, প্যান্ট খুলে নেবার হুমকি

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বুধবার সন্ধ‌্যায় বর্ধমান শহরের পারবীরহাটা এলাকায় বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *