E Purba Bardhaman

সকলেই নাগরিকত্ব পাবেন – ভোটের প্রচারে গিয়ে বললেন দিলীপ ঘোষ

Everyone will get citizenship - said Dilip Ghosh while campaigning for the election

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- সিএএ নিয়ে বিতর্ক, নাগরিকত্ব হারানো নিয়ে সংশয় আঁচ করে নিয়েই মঙ্গলবার দুঁদে রাজনীতিবিদ দিলীপ ঘোষ বর্ধমানের স্বস্তিপল্লী এলাকায় প্রচারে গিয়ে সরাসরি জানিয়ে দিলেন আপনারা নাগরিকত্ব পাবেন। উল্লেখ্য, এই স্বস্তিপল্লী এলাকা বিজেপি অধ্যুষিত এবং পূর্ববঙ্গ থেকে আগত মানুষের সংখ্যা বেশি। এদিন দিলীপ ঘোষ এই এলাকায় প্রচারে এসে বলেন, আপনারা সবাই নাগরিকত্ব পাবেন। আধার কার্ড, ভোটার কার্ড সব দিয়ে দেবেন। কিচ্ছু লাগবে না। আপনি নাগরিকত্ব কার্ড পেয়ে যাবেন। সেই ব্যবস্থা নরেন্দ্র মোদী করেছেন। নরেন্দ্র মোদী কথা রেখেছেন। আপনারা এই স্বস্তিপল্লি এলাকার মানুষ দীর্ঘদিন ধরেই বিজেপিকে ভোট দেন। এত অত্যাচার ভয়ের পরও আপনারা বিজেপিতে আছেন, বিজেপিতে থাকবেন। আপনারা আলুওলিয়াকে ভোট দিয়ে জিতিয়েছেন। বাংলায় ১৮ টা আসন জিতিয়েছেন বলেই আমরা সংসদে গিয়ে জোর করে বলেছি সিএএ পাস করতে হবে। পাস করেছি। রুল হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ যারা পূর্ব বাংলা থেকে আগত রিফিউজি তাঁরা সবাই সমান নাগরিকত্ব পাবেন। আজ দিলীপ ঘোষ, অভিজিৎ তা-র (বিজেপি জেলা সভাপতি) এদেশে যতটা অধিকার আপনাদেরও সমান অধিকার। যে ভেদাভেদ ছিল নরেন্দ্র মোদী তা দূর করেছেন। দিলীপবাবু এদিন বলেন, আপনাদের গ্রামে চেয়েছিলেন এম পি আসেন। আমি এম পি হয়নি, কিন্তু আমার মনে হয়েছে দেখা করা উচিত তাই পুজোয় এসে একত্রিত হলাম। আপনারা বিজেপির সাথে থাকবেন। আর একবার এখানে বিজেপিকে জেতাতে হবে। ১৫০০ ভোটে নয়, এবার বিপুল ভোটে জেতাতে হবে। এদিন স্বস্তিপল্লীতে একাধিক বাসিন্দাদের সঙ্গে নাগরিকত্ব ইস্যু নিয়ে কথা বলেন তিনি। এরপর ওলাইচণ্ডী তলায় পুজো দিতে যান। সেখানে গিয়ে জয় শ্রীরাম শ্লোগান দেওয়া নিয়ে অসন্তোষ সৃষ্টি হয়। স্বস্তিপল্লীর পর তিনি হীরাগাছি, কুলারি এবং জ্যোতিপল্লী এলাকায় যান। সেখানে রাধাগোবিন্দ মন্দির দর্শন করে চা চক্রে মিলিত হন।

Exit mobile version