বর্ধমান (পূর্ব বর্ধমান) :- পূর্ব বর্ধমান জেলা জুড়ে যে সমস্ত রপ্তানিকারক রয়েছেন তাঁদের একাধিক সমস্যার হাল মেটাতে এবার উদ্যোগ নিল পূর্ব বর্ধমান জেলা শিল্প কেন্দ্র। বুধবার এব্যাপারে বর্ধমান শহরে একটি কর্মশালাও অনুষ্ঠিত হল। ৫টি জেলার দায়িত্বে থাকা তথা দুর্গাপুর জোনের জয়েণ্ট ডিরেক্টর সৈকত দত্ত জানিয়েছেন, জেলা জুড়ে প্রচুর রপ্তানিকারক রয়েছেন। তাঁরা বিভিন্ন সামগ্রী রপ্তানি করছেন। কিন্তু কোথাও কোথাও এই কাজ করতে গিয়ে তাঁদের সমস্যা হচ্ছে। সেইগুলিকে যাতে সমাধান করা যায় তাই আজকের এই কর্মশালা। এখানে এক্সপোর্টের নানান বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ডিজিটাল মার্কেটিং কীভাবে হয় তা নিয়ে আলোচনা হয়েছে। এক্সপোর্ট করতে গেলে কী কী সার্টিফিকেট নিতে হয়, সেগুলি কীভাবে পাওয়া যায় সেসব বিষয়ে আলোচনা হয়েছে। কোন পণ্যের চাহিদা কোন দেশে বেশি, কোন দেশে দাম বেশি সেগুলি নিয়ে আলোচনা হয়েছে। অনেকক্ষেত্রে এক্সপোর্ট–ইমপোর্টের ক্ষেত্রে সরকার ভর্তুকি দিয়ে থাকে, সেগুলি নিয়ে আলোচনা হয়েছে। তিনি জানিয়েছেন, এদিনের এই কর্মশালায় প্রায় ৭০ জন রপ্তানিকারক অংশ নিয়েছেন। তিনি জানিয়েছেন,বর্ধমান জেলা থেকে চাল রপ্তানি হয়। এছাড়াও বিভিন্ন হস্তশিল্প সামগ্রী চায়না, ইতালি–সহ অনেকে দেশেই রপ্তানি হয়। কাঁথাস্টিচ, কাঠের কারুশিল্প,শোলা শিল্প, ডোকরা, রাইস, টেরাকোটা,
Tags Export Export Awareness Workshop Micro Small & Medium Enterprises
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …