Breaking News

মুখোমুখি এবিভিপি বনাম তৃণমূল মহিলা কংগ্রেস, উত্তেজনা বর্ধমানে

Face off ABVP vs Trinamool Mahila Congress

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আর জি কর কাণ্ড নিয়ে প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে ছাত্র সংগঠন এবিভিপি এবং তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মীদের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দিল রবিবার বিকালে কার্জন গেট এলাকায়। আর জি কর কান্ডে ধর্ষকদের ফাঁসির দাবিতে যখন তৃণমূলের মহিলারা আন্দোলন করছেন তখন তাঁদের লক্ষ্য করে কুৎসিত অঙ্গভঙ্গি করার অভিযোগ উঠেছে ছাত্র সংগঠন এবিভিপি-র কর্মীদের বিরুদ্ধে। এই কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে পালটা শ্লোগান দিতে থাকেন মহিলারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত কর্মসূচি অনুযায়ী ধর্ষণ সংক্রান্ত কঠোর আইন প্রণয়নের দাবিতে জেলার বিভিন্ন বিধানসভা ও ব্লকে ব্লকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে এদিন তৃণমূল মহিলা কংগ্রেস। এই কর্মসূচির অংশ হিসাবে রবিবার বর্ধমান শহরের কার্জনগেট চত্বরে অবস্থান বিক্ষোভ করছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের নেতা-কর্মীরা। এই কর্মসূচি শুরুর মুহূর্তে হঠাৎ করে এবিভিপি-র কর্মীরা কার্জনগেট চত্বরে পৌঁছে মহিলাদের উদ্দেশ্যে নানা রকম কুরুচিকর অঙ্গভঙ্গি করতে শুরু করে বলে অভিযোগ তোলে তৃণমূল। Face off ABVP vs Trinamool Mahila Congress জেলা সভানেত্রী শিখা দত্ত সেনগুপ্ত জানান, রাজ্যের ঘটে যাওয়া একটা নিন্দনীয় ঘটনার প্রতিবাদে ও একজন সম্ভাবনাময় চিকিৎসকের ধর্ষণ ও খুনের শাস্তি চেয়ে যখন মহিলারা আন্দোলন করছেন তখন সেই মহিলাদের দিকেই কুৎসিত অঙ্গভঙ্গ করা আসলে বিজেপি ও তার নামধারী ছাত্র সমাজের স্বরূপ তুলে ধরে। এই রকম একটা নৃশংস ঘটনার প্রতিবাদের নামে তারা যে রাজ্যে অরাজকতা তৈরির চেষ্টা করছে তা কলকাতায় ছাত্র সমাজের নামে যে আন্দোলন হয়েছিলো তা মানুষ নিজের চোখেই দেখেছে। এরপরও এরা শিক্ষা নেয়নি। আজ মহিলারা যখন এই ঘটনার প্রতিবাদ করছে তখন তারা মহিলাদের কুৎসিত অঙ্গভঙ্গি করছে। আসলে ওরা নারীবিদ্বেষী ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী। তাই সামাজিক ব্যাধি ধর্ষণ ও ধর্ষকদের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি বিজেপি নামক বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধেও আমাদের লড়াই করতে হবে। অন্যদিকে, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি স্বরাজ ঘোষ বলেন, ছাত্র আন্দোলনের নামে এবিভিপি ছাত্র নয় কিছু গুন্ডাদের সঙ্গে নিয়ে এসে অরাজকতা তৈরি করছে। আমরা ছাত্রসমাজের আন্দোলনকে সমর্থন করি, কিন্তু ছাত্র আন্দোলনের নামে গুন্ডামি চলতে পারে না। Face off ABVP vs Trinamool Mahila Congress উল্লেখ্য, এদিন আর জি কর কাণ্ডকে কেন্দ্র করে ‘বাংলা তার নিজের মেয়ের ধর্ষণের বিচার চায় এবং জনগণের গর্জন মুখ্যমন্ত্রীর বিসর্জন” শ্লোগান তুলে বিচার সংকল্প পদযাত্রা করে এবিভিপি। বর্ধমান রেলস্টেশন থেকে এই পদযাত্রা শুরু হয়। বর্ধমান মেডিকেল কলেজ হয়ে মিছিল পৌঁছায় কার্জনগেট চত্বরে। আর এই কার্জনগেট চত্বরেই তৃণমূল মহিলা কংগ্রেসের ধরনা কর্মসূচি শুরুর সময় এবিভিপির মিছিল এসে পৌঁছায়। শুরু হয় একে অপরকে লক্ষ্য করে শ্লোগান দেওয়ার লড়াই। দু’পক্ষের মাঝে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ এবিভিপির সদস্যদের এলাকা থেকে সরিয়ে দেয়। বিষয়টি নিয়ে এবিভিপির রাজ্য সম্পাদক (দক্ষিণবঙ্গ) অনিরুদ্ধ সরকার জানিয়েছেন, তাঁদের শান্তিপূর্ণ আন্দোলনে উত্তেজনা তৈরির জন্য হঠাৎ করেই তৃণমূলের মহিলা জড়ো হয়ে শ্লোগান দিতে থাকেন। কিন্তু তাঁরা প্ররোচনায় পা দেননি। তাঁদের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক ভাবেই মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।

About admin

Check Also

Doctor Birupaksha Biswas was transferred to Kakdwip a year ago, did not go

এক বছর আগেই কাকদ্বীপে বদলি করা হয় চিকিৎসক বিরূপাক্ষকে, যাননি; ক্যান্টিন মালিক আইনের পথে

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বিতর্কিত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে এক বছর আগেই স্বাস্থ্য দপ্তর বদলির নির্দেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *