মেমারী (পূর্ব বর্ধমান) :- মেমারীর কেজা এলাকায় একটি গোডাউনে অভিযান চালিয়ে নামি কোম্পানির লোগো লাগানো বিপুল পরিমাণে নকল মোবিল উদ্ধার করলো মেমারী থানার পুলিশ। যদিও এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশসূত্রে জানা গেছে, একটি নামি মোবিল কোম্পানির লোগোকে ব্যবহার করেই চলছিলো এই কারবার। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার মেমারীর কেজা-য় গোডাউনে অভিযান চালিয়ে প্রায় ১৩৫৫ টি এক লিটারের এই ধরনের মোবিলের বোতল উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকদিন আগেই ওই কোম্পানির পক্ষ থেকে মেমারী থানায় অভিযোগ করা হয়, কিছু অসাধু লোক নকল মোবিল তৈরি করে তাদের কোম্পানির লোগো ব্যবহার করে সেই মোবিল চড়া দামে বাজারে বিক্রি করছে। এর ফলে কোম্পানির সুনাম নষ্ট হওয়ায় কোম্পানি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে নকল মোবিল ব্যবহার করে ক্রেতারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এরপরই অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে নামে মেমারী থানার পুলিশ। তদন্তে নেমে গোপনসূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মেমারীর কেজা এলাকায় একটি গোডাউনে অভিযান চালায় মেমারী থানার পুলিশ। অভিযানে ওই গোডাউন থেকে ১৩৫৫ টি ১ লিটার মোবিলের বোতল উদ্ধার হয় যেগুলির প্রত্যেকটিতেই ওই নামি কোম্পানির লোগো লাগানো ছিল। যদিও এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। উদ্ধার হওয়া মোবিল বাজেয়াপ্ত করার পাশাপাশি নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে নকল মোবিল কারবারিদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।
Tags Fake mobil mobil
Check Also
বর্ধমান টাউন হলে শুরু হলো লিটল ম্যাগাজিন মেলা, চলবে ২৪ নভেম্বর পর্যন্ত
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার থেকে শুরু হলো ‘বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা ২০২৪’। বর্ধমান টাউন …