কালনা (পূর্ব বর্ধমান) :- জামাইয়ের চালানো বঁটির কোপে মৃত্যু হল শ্বশুরের। মৃতের নাম নীলরতন বাগ (৬২)। বাড়ি কালনার ভাটরা গ্রামে। শুক্রবার বিকালে কালনা হাসপাতাল থেকে রেফার হয়ে তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে সেখানেই তাকে মৃত ঘোষণা করা হয়। মৃতের ভাই-এর অভিযোগ, বুধবার ভাটরা গ্রামের পাশের উপলতি গ্রামে মেয়ে-জামাইয়ের মধ্যে অশান্তি হচ্ছিল। নাতনি দাদুকে ফোন করে অশান্তির কথা জানায়। এরপরই নীলরতনবাবু মেয়ের বাড়িতে যান। সেখানেই বচসা চলাকালীন জামাই বঁটি দিয়ে শ্বশুরের ঘাড়ে এবং মাথায় কোপ মারে। রক্তাক্ত অবস্থায় তাঁকে কালনা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে এলে সেখানেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনার পর থেকে অভিযুক্ত জামাই পলাতক বলে মৃতের পরিবার সূত্রে জানা গেছে।
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …