Breaking News

দেড় বছরের শিশুর পেটে ভ্রুণ, সফল অস্ত্রোপচার বর্ধমান হাসপাতালে

Fetus in Fetu (Foetus in Foetu) - Embryo inside the body of one-and-a-half-year's baby's. Successful surgery in Burdwan Medical College and Hospital

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ফের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিত্সকরা ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারে সফলতা পেলেন। শুক্রবার বীরভূমের নানুর এলাকার বাসিন্দা দেবনাথ মাজির ১বছর ৮ মাসের শিশুপুত্রের পেট থেকে অপারেশন করে বার করা হল একটি ভ্রূণ। চিকিত্সার পরিভাষায় যার নাম ফিটাস ইন ফিটু। শুক্রবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের শল্য চিকিৎসক ডাক্তার নরেন্দ্রনাথ মুখার্জীর নেতৃত্বে ২০ জনের একটি টিম প্রায় ২ ঘন্টার অপারেশন করে শিশুর পেট থেকে ভ্রুণ বার করেন। আপাতত শিশুটি সুস্থ আছে। চিকিৎসকরা জানিয়েছেনবীরভুমের নানুর থানা এলাকার বাসিন্দা ওই শিশু দেবনাথ মাজির জন্মের পর থেকেই পেটে শক্ত মত কিছু রয়েছে বলে টের পান শিশুর মা লক্ষ্মী মাজি। এরপর শিশুটিকে স্থানীয় ডাক্তারদের দেখানো হয়। কিন্তু সমস্যা না মেটায় গত ২৩ মার্চ বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়। গত কয়েকদিন ধরে নানান পরীক্ষার পর শুক্রবার তার সফল অপারেশন হয়। ডানরেন্দ্রনাথ মুখার্জ্জী জানিয়েছেন প্রায় ৫ লাখ শিশুর মধ্যে এই ধরণের একটি ঘটনা ঘটে। Fetus in Fetu (Foetus in Foetu) - Embryo inside the body of one-and-a-half-year's baby's. Successful surgery in Burdwan Medical College and Hospital চিকিৎসার পরিভাষায় একে বলা হয় ফিটাস ইন ফিটু বা একটি বাচ্চার মধ্যে আর একটি বাচ্চা। তিনি জানিয়েছেনযখন তাঁর কাছে শিশুটিকে নিয়ে আসা হয় তখন শিশুটির উপসর্গ দেখেই তাঁর সন্দেহ হয়। এরপর সিটি স্ক্যান করার পর তিনি নিশ্চিত হন। ডানরেন্দ্রনাথ মুখার্জ্জী জানিয়েছেন১০ জন চিকিত্সক ছাড়াও এই টিমে ছিলেন ১০ জন এ্যানাসথেটিক সহ অন্যান্যারাও। শিশুর মা লক্ষ্মী মাঝি জানিয়েছেন,জন্মের পর থেকেই দেবনাথের পেটে শক্ত কিছু রয়েছে বলে তিনি বুঝতে পারেন। যদিও তাতে যন্ত্রণা বা তেমন কিছু হত না। এরপর তাঁরা ডাক্তার দেখান। কিন্তু উপসম না হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ডানরেন্দ্রনাথ মুখার্জী জানিয়েছেনএই ধরণের ঘটনায় দুটি সম্ভাবনা থাকে। হয়ত লক্ষ্মীদেবী দুটি যমজ সন্তানের জন্ম দিতেন। কিন্তু তা না হওয়ায় কোনো কারণে ভ্রুণের একটি ওই শিশুর পেটে চলে যায়। যদিও ঠিক কি কারণে এটা ঘটে তা নিয়ে গোটা বিশ্ব জুড়েই গবেষণা চলছে বলে তিনি জানিয়েছেন।

About admin

Check Also

Doctor Birupaksha Biswas was transferred to Kakdwip a year ago, did not go

এক বছর আগেই কাকদ্বীপে বদলি করা হয় চিকিৎসক বিরূপাক্ষকে, যাননি; ক্যান্টিন মালিক আইনের পথে

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বিতর্কিত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে এক বছর আগেই স্বাস্থ্য দপ্তর বদলির নির্দেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *