বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ফের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিত্সকরা ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারে সফলতা পেলেন। শুক্রবার বীরভূমের নানুর এলাকার বাসিন্দা দেবনাথ মাজির ১বছর ৮ মাসের শিশুপুত্রের পেট থেকে অপারেশন করে বার করা হল একটি ভ্রূণ। চিকিত্সার পরিভাষায় যার নাম ফিটাস ইন ফিটু। শুক্রবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের শল্য চিকিৎসক ডাক্তার নরেন্দ্রনাথ মুখার্জীর নেতৃত্বে ২০ জনের একটি টিম প্রায় ২ ঘন্টার অপারেশন করে শিশুর পেট থেকে ভ্রুণ বার করেন। আপাতত শিশুটি সুস্থ আছে। চিকিৎসকরা জানিয়েছেন, বীরভুমের নানুর থানা এলাকার বাসিন্দা ওই শিশু দেবনাথ মাজির জন্মের পর থেকেই পেটে শক্ত মত কিছু রয়েছে বলে টের পান শিশুর মা লক্ষ্মী মাজি। এরপর শিশুটিকে স্থানীয় ডাক্তারদের দেখানো হয়। কিন্তু সমস্যা না মেটায় গত ২৩ মার্চ বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়। গত কয়েকদিন ধরে নানান পরীক্ষার পর শুক্রবার তার সফল অপারেশন হয়। ডা. নরেন্দ্রনাথ মুখার্জ্জী জানিয়েছেন প্রায় ৫ লাখ শিশুর মধ্যে এই ধরণের একটি ঘটনা ঘটে। চিকিৎসার পরিভাষায় একে বলা হয় ফিটাস ইন ফিটু বা একটি বাচ্চার মধ্যে আর একটি বাচ্চা। তিনি জানিয়েছেন, যখন তাঁর কাছে শিশুটিকে নিয়ে আসা হয় তখন শিশুটির উপসর্গ দেখেই তাঁর সন্দেহ হয়। এরপর সিটি স্ক্যান করার পর তিনি নিশ্চিত হন। ডা. নরেন্দ্রনাথ মুখার্জ্জী জানিয়েছেন, ১০ জন চিকিত্সক ছাড়াও এই টিমে ছিলেন ১০ জন এ্যানাসথেটিক সহ অন্যান্যারাও। শিশুর মা লক্ষ্মী মাঝি জানিয়েছেন,জন্মের পর থেকেই দেবনাথের পেটে শক্ত কিছু রয়েছে বলে তিনি বুঝতে পারেন। যদিও তাতে যন্ত্রণা বা তেমন কিছু হত না। এরপর তাঁরা ডাক্তার দেখান। কিন্তু উপসম না হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ডা. নরেন্দ্রনাথ মুখার্জী জানিয়েছেন, এই ধরণের ঘটনায় দুটি সম্ভাবনা থাকে। হয়ত লক্ষ্মীদেবী দুটি যমজ সন্তানের জন্ম দিতেন। কিন্তু তা না হওয়ায় কোনো কারণে ভ্রুণের একটি ওই শিশুর পেটে চলে যায়। যদিও ঠিক কি কারণে এটা ঘটে তা নিয়ে গোটা বিশ্ব জুড়েই গবেষণা চলছে বলে তিনি জানিয়েছেন।
Tags Burdwan Medical College and Hospital Embryo Fetu Fetus Fetus in Fetu Foetu Foetus Foetus in Foetu
Check Also
বর্ধমান টাউন হলে শুরু হলো লিটল ম্যাগাজিন মেলা, চলবে ২৪ নভেম্বর পর্যন্ত
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার থেকে শুরু হলো ‘বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা ২০২৪’। বর্ধমান টাউন …