বর্ধমান (পূর্ব বর্ধমান) :- প্রেস্টিজ ফাইট। আর তাই গোটা রাজ্য জুড়ে যুযুধান দুটি দল তৃণমূল কংগ্রেস এবং বিজেপির পাখির চোখ বর্ধমান-দুর্গাপুর লোকসভার আসন। দুটি রাজনৈতিক দলই এই আসনকে জেতার জন্য একেবারেই আদাজল খেয়ে মাঠে নেমেছে। রীতিমত হেভিওয়েট থেকে সেলিব্রেটিদের নিয়ে এসে ভোটারদের মন জয়ের চেষ্টা চলছে। সোমবারই বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনের প্রা্র্থী মমতাজ সংঘমিতাকে জেতানোর জন্য দেওয়ানদিঘীতে নির্বাচনী জনসভা করে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আর ৭২ ঘণ্টা কাটতে না কাটতেই ফের তিনি মমতাজ সংঘমিতার জন্য বর্ধমানে ঐতিহাসিক পদযাত্রায় সামিল হতে বুধবার আসছেন। বুধবার তিনি বর্ধমানের স্পন্দন থেকে উল্লাস পর্যন্ত পদযাত্রায় সামিল হবেন। আর খোদ তৃণমূল সুপ্রিমোর এই বর্ধমান আসাকে ঘিরেই শুরু হয়েছে ব্যাপক উন্মাদনা। হঠাত করেই বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনকে নিয়ে কেন এত মাতামাতি তা নিয়েই এখন সরগরম চায়ের দোকান থেকে রাস্তাঘাট, অফিস কাছারি। ৭২ ঘণ্টার ব্যবধানে মমতা বন্দোপাধ্যায় এভাবে বর্ধমানে কখনও এসেছেন কিনা তা নিয়েও চলছে চর্চা। সোমবারই খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের ৩টি সভা এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সভায় আগামী ২৯ এপ্রিল বর্ধমান জেলায় লোকসভা নির্বাচন উত্তাপ এক লাফেই অনেকটা উর্ধমুখী হয়ে উঠেছিলই। আর মঙ্গলবার সেই উত্তাপকে কার্যত ঝোড়ো হাওয়ায় পরিণত করে দিয়ে গেলেন তৃণমূলের সাংসদ দীপক অধিকারী (দেব)। মঙ্গলবার বিকালে তিনি বর্ধমান শহরের নবাবহাট থেকে বর্ধমান ষ্টেশন পর্যন্ত রোড শো করেন। আর এদিন দেবকে দেখার জন্যই কাতারে কাতারে মানুষ ভিড় করেছিলেন দুপুর থেকেই জিটিরোড বরাবর। বিকাল প্রায় পৌনে চারটে নাগাদ বর্ধমানের একটি অভিজাত হোটেল থেকে এসে হুড খোলা গাড়িতে ওঠেন দেব। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি স্বপন দেবনাথ, বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরূপ দাস, সাধারণ সম্পাদক খোকন দাস প্রমুখরা। কার্যত এদিন যত না তৃণমূল কংগ্রেসের প্রচার মিছিল হল – তার থেকেও বেশি উঁচু দর পেল অভিনেতা দেবকে দেখার আগ্রহ। যে আগ্রহে শিশু কোলে মা থেকে স্কুলের ছেলেমেয়েরাও সামিল হয়েছিল রাস্তায়। কাতারে কাতারে মানুষ নবাবহাট থেকে দেবের হুড খোলা গাড়ির পিছনে যাওয়ায় এদিন জি টি রোডের দুদিকই কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। যার ফলে বহু স্কুলের গাড়ি থেকে দুর্ঘটনায় গুরুতর জখমকে নিয়ে অ্যাম্বুলেন্সও আটকে পড়ে। যদিও পুলিশ এবং তৃণমূল কর্মীরা কয়েকটি স্কুল বাস এবং এ্যাম্বুলেন্সের যাতায়াতের ব্যবস্থা করে দিলেও অধিকাংশ স্কুল বাসই মিছিলের কারণে যানজটে দীর্ঘ সময় আটকে থাকে। লাগাতার প্রচারে অংশ নিতে নিতে এদিন কিছুটা অসুস্থ বোধ করেন স্বপন দেবনাথ। যদিও তিনি তা স্বীকার করেননি। এদিকে ষ্টেশন মোড় পর্যন্ত এই দেব আসার পর রীতিমত হুড়োহুড়ি শুরু হয়। চুড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টি হয়। জনতার হুড়োহুড়িতে বেশ কয়েকজন রাস্তায় পড়েও যান। অল্পের জন্য তাঁরা পদপিষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পান। কার্যত জনতার চাপ দেখেই এদিন ষ্টেশন মোড় থেকে দেবকে পুলিশ রওনা করিয়ে দেন। উল্লেখ্য,বুধবার ফের বর্ধমানে আসছেন মমতা বন্দোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে, শনিবার বর্ধমানে তৃণমূলের হয়ে প্রচারে আসার কথা অভিনেত্রী নূসরত এবং রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের। বুধবার থেকে শনিবার বর্ধমান জেলায় আঁকড়ে পড়ে থাকছেন খোদ তৃণমূলের বর্ধমান জেলার পর্যবেক্ষক অরূপ বিশ্বাস। এদিকে, তৃণমূল কংগ্রেসের এই প্রচারে ঝড় তোলার পাশাপাশি একেবারেই ওস্তাদের মার শেষ রাতের মতই প্রচারের শেষ দিন শনিবার বর্ধমানে খোদ নরেন্দ্র মোদিকে নিয়ে আসার বিষয়ে গেরুয়া শিবিরে শুরু হয়ে গেছে চুড়ান্ত তত্পরতা। পদ্মশিবির সূত্রে জানা গেছে, মোদিকে দিয়ে বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের প্রার্থী সুরেন্দ্রজিত সিং অহলুবালিয়ার সমর্থনে একটি রোড শো করতে চাইছেন তাঁরা। সেক্ষেত্রে এই রোড শো হয় বর্ধমান শহরে হবে অথবা মেমারীতে হবে। এব্যাপারে ইতিমধ্যেই জেলা পুলিশের কাছেও প্রাথমিক সূচনা এসে গেছে বলে সূত্রের খবর। ফলে আগামী ২৯ এপ্রিলের চতুর্থ দফার ভোটে গোটা রাজ্যের পাশাপাশি সব শিবিরেই পাখির চোখ বর্ধমান দুর্গাপুর আসন।
Tags Lok Sabha Election
Check Also
বর্ধমান টাউন হলে শুরু হলো লিটল ম্যাগাজিন মেলা, চলবে ২৪ নভেম্বর পর্যন্ত
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার থেকে শুরু হলো ‘বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা ২০২৪’। বর্ধমান টাউন …