Breaking News

পিএইচডি-র জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউ দিলেন প্রাক্তন মাওবাদী নেতা অর্ণব দাম

Former Maoist leader Arnab Dam gave an interview at Burdwan University for Ph.D

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- হুগলী সংশোধনাগার থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এসে ইতিহাসে পিএইচডি করার জন্য ইন্টারভিউ দিলেন প্রাক্তন মাওবাদী নেতা অর্ণব দাম ওরফে বিক্রম। বুধবার সকালে হুগলী সংশোধনাগার থেকে পুলিশি প্রহরায় তাঁকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হয় ইন্টারভিউের জন্য। এর আগে তিনি ইগনু থেকে ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এমনকি কি তিনি সেট পরীক্ষায় বসে উত্তীর্ণ হন। সেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তিনি সরাসরি ইন্টারভিউতে ডাক পান। চুঁচুড়া সংশোধনাগার কর্তৃপক্ষ অর্ণবের পিএইচডি করার ইচ্ছার কথা বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানায়। সেইমতো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায় আইন মেনে তিনি পিএইচডি করতেই পারেন। এরপরই সংশোধনাগার কর্তৃপক্ষের মাধ্যমে অর্ণব আবেদন জানায় পিএইচডি করার জন্য। এরপরই তিনি সরাসরি সেট উত্তীর্ণ হওয়ায় তাঁকে ইন্টারভিউয়ের জন্য ডাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সংশোধনাগার কর্তৃপক্ষ বুধবার সকাল ৯.৩০ মিনিট নাগাদ তাঁকে নিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হন। তারপর ইন্টারভিউ হয়ে যাবার পর কিছুক্ষণের মধ্যেই তাঁকে নিয়ে চলে যায় সংশোধনাগার কর্তৃপক্ষ। উল্লেখ্য, ২০১০ সালের ১৫ ফেব্রুয়ারি শিলদা ইএফআর ক্যাম্পে হামলা চালানোর অভিযোগ ওঠে মাওবাদীদের বিরুদ্ধে। মৃত্যু হয় ২৪ জন ইএফআর জওয়ানের। ওই মামলায় ২৩ জনকে দোষী সাব্যস্ত করে আদালত। সশস্ত্র বাহিনীর শিবিরে মাওবাদী হামলার ঘটনায় অন্যতম অভিযুক্ত মাওবাদী নেতা সুদীপ চোংদারের মৃত্যু হয়েছে অনেক দিন আগে। ওই মামলায় অন্যতম অভিযুক্ত অর্ণবের সাজা হয় গত বছর ২৯ ফেব্রুয়ারি। প্রথমে তাঁকে রাখা হয়েছিল পশ্চিম মেদিনীপুরের সংশোধনাগারে। গত ১৭ মার্চ থেকে তিনি বন্দি হুগলি সংশোধনাগারে। সেখান থেকে তাঁকে পিএইচডি করার সুযোগ করে দেওয়ার আর্জি জানিয়েছিলেন অর্ণব। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ডেভেলপমেন্ট অফিসার তথা আর্টস ফ্যাকাল্টি কাউন্সিলের সচিব ডক্টর ইন্দ্রজিৎ রায় এদিন জানিয়েছেন, হুগলী জেলা সংশোধনাগার থেকে অর্ণব দামের একটা আবেদন এসেছিল। সংশোধনাগার কর্তৃপক্ষ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে চিঠি পাঠিয়েছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সেটা উপস্থাপিত করা হয়। তাঁদের অনুমতিক্রমে জানিয়ে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে পিএইচ ডি-র জন্য যে বিজ্ঞাপন বের হচ্ছে সেই বিজ্ঞাপনে অনলাইন আবেদনের বিষয়ে যেভাবে জানানো হবে সেই ভাবে আবেদন করতে হবে। সেটা করলে উনি অংশগ্রহণ করতে পারেন। এবং ইউজিসি-র পিএইচডি সংক্রান্ত যেসমস্ত রেগুলেশন আছে এবং বিশ্ববিদ্যালয়ের যেসমস্ত নিয়মাবলি আছে সেগুলো পালন করে উনি আবেদন করতে পারেন। পরবর্তী সময়ে বিজ্ঞাপন প্রকাশিত হয়েছিল। সেই অনুযায়ী অর্ণব দাম আবেদন করেছিলেন। আমরা দেখতে পাই এর আগে তিনি ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন। তিনি ইতিহাস বিভাগে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে উত্তীর্ণ হয়েছেন। এবং তিনি ইতোমধ্যেই সেট উত্তীর্ণ ক্যান্ডিডেট। সেট উত্তীর্ণ ক্যান্ডিডেট হিসাবে তিনি প্রথমস্তরের লিখিত পরীক্ষায় এক্সেমটেড হন এবং পরবর্তীকালে তিনি ইন্টারভিউতে সরাসরি ডাক পেয়েছেন। বুধবার ১০ টায় ইন্টারভিউ শিডিউল ছিল। সংশোধনাগার কর্তৃপক্ষ সাড়ে ৯ টায় উপস্থিত হয়েছেন। অর্ণব দাম ইন্টারভিউতে অংশ নিয়েছেন। ইন্টারভিউয়ের পর বেরিয়ে গেছেন। তিনি জানিয়েছেন, এখনও কয়েকদিন ধরে অন্যান্যদের ইন্টারভিউ চলবে। নিয়ম অনুসারে মেরিট লিস্ট তৈরি হবে, সিলেকশন হবে। অর্ণব দাম যদি কোয়ালিফাই করেন পিএইচ ডি করার সুযোগ পাবেন। সেক্ষেত্রে নিয়মাবলি পালন করে ভর্তি হতে পারবেন।

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *