বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিষয়ে পিএইচডি করার জন্য প্রাক্তন মাওবাদী নেতা অর্ণব দামকে নিয়ে আসা হল বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে। ইতিহাস বিষয়ে পিএইচডি-র জন্য এই ভর্তি প্রক্রিয়া হবে সোমবার, গত শনিবার এই বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আর রবিবার অর্ণব দামকে হুগলী সংশোধনাগার থেকে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে নিয়ে আসা হয়। সূত্রের খবর, রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষের হস্তক্ষেপ এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে দীর্ঘ ফোনালাপের পরই প্রাক্তন মাওবাদী নেতা অর্ণব দামের ভর্তি সংক্রান্ত জটিলতা মিটেছে। আর রবিবার দুপুর প্রায় দেড়টা নাগাদ হুগলী সংশোধনাগার থেকে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে নিয়ে আসার পর খোদ অর্ণব দাম ওরফে বিক্রম জানালেন, ‘ভর্তি প্রক্রিয়া শেষ হলেই যা বলার বলবো একটু ওয়েট করুন না।’ রবিবার হুগলী সংশোধনাগার থেকে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে নিয়ে আসা হল জেলবন্দি মাও নেতা অর্ণব দামকে। বেলা প্রায় ১.৩৭ মিনিট নাগাদ বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে প্রবেশের সময় সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে অর্ণব দাম জানান, কালকে ভর্তির পরই তিনি যা বলার বলবেন। ভর্তি প্রক্রিয়া শেষ হলেই যা বলার বলবো একটু ওয়েট করুন। আগে ভর্তি প্রক্রিয়াটা হতে দিন। স্বাভাবিকভাবেই এরপরই কৌতূহল তুঙ্গে উঠেছে। উল্লেখ্য, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জারিকৃত বিজ্ঞপ্তি অনুযায়ী সোমবার বেলা ৩ টে থেকে ইতিহাসের পিএইচডি ভর্তি প্রক্রিয়া শুরু হবে। এবং যেহেতু মেধা তালিকায় একেবারের প্রথমে নাম আছে অর্ণবের তাই তাঁকে দিয়েই ভর্তি প্রক্রিয়া শুরু হবে। প্রশ্ন দেখা দিয়েছে, এদিন বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে ঢোকার মুখে অর্ণব যা বলেছেন, ভর্তি প্রক্রিয়া মিটুক তারপরেই যা বলার বলবেন – তিনি কী বলবেন তা নিয়েই কৌতূহল তুঙ্গে উঠেছে। বিশেষত, তাঁর পিএইচডি করা নিয়ে যে জটিলতার শিকার তাঁকে হতে হয়েছে তা নিয়েই কি তিনি মুখ খুলবেন? উল্লেখ্য, বর্ধমান বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শনিবার রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ অর্ণব দামের বিষয় নিয়ে সরাসরি কথা বলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম চন্দ্রের সঙ্গে। জানা গেছে, দীর্ঘক্ষণ তাঁদের মধ্যে কথা হয়। এরপরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নোটিফিকেশন জারি করেন। যদিও এব্যাপারে উপাচার্যের পক্ষ থেকে জানানো হয়েছে, এব্যাপারে যা বলার তিনি সোমবার সাংবাদিক বৈঠকেই জানাবেন।
উল্লেখ্য, গত ২৬ জুন পুলিশি প্রহরায় ইন্টারভিউয়ের জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ে হাজির হন অর্ণব। গত ৫ জুলাই মেধা তালিকা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়। আর এই তালিকা দেখেই অনেকের চোখ কপালে ওঠে। ইতিহাস বিভাগের মেধা তালিকা অনুযায়ী ১০০ নম্বরের মধ্যে ৭৬.৮৬৭০ নম্বর পেয়ে প্রথম হন অর্ণব। ইতিহাস বিষয়ে পিএইচডি করার ইন্টারভিউয়ে ২৪৯ জনকে পিছনে ফেলে প্রথম স্থান লাভ করে ইতিহাস সৃষ্টি করেন জেল বন্দী প্রাক্তন মাওবাদী নেতা অর্ণব দাম ওরফে বিক্রম। আর এই পরেই ঘটে বিপত্তি। পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী মেধা তালিকায় থাকা পরীক্ষার্থীদের জন্য ৯ জুলাই কাউন্সিলিং-এর দিন নির্ধারিত ছিল। ৮ জুলাই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয় অনিবার্য কারণে কাউন্সেলিং প্রক্রিয়া স্থগিত করে দেওয়া হয়। যদিও এই বিষয়ে উপাচার্য গৌতম চন্দ্র জানিয়েছিলেন, অর্নব যেহেতু সংশোধনাগারে বন্দী সেহেতু সংশেধনাগার কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হয়েছে অফলাইন কোর্স ওয়ার্ক সে কীভাবে করবে এবং নিরাপত্তা ব্যবস্থা কী হবে? পাশাপাশি আরও জানতে চাওয়া হয় এই বিষয়ে কারাদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো অনুমতি আছে কিনা? বিষয়টি নিয়ে ই-মেইল করে বিশ্ববিদ্যালয়ের তরফে জানতে চাওয়া হয় হুগলী সংশেধনাগার কর্তৃপক্ষের কাছে। উপাচার্য জানিয়েছিলেন চিঠির উত্তর পাওয়ার পরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
Tags Admission for Ph.D Admission for PHD Bardhaman Bardhaman Breaking News Bardhaman District News Bardhaman District Today News Bardhaman East Bardhaman Khabor Bardhaman Khobor Bardhaman Live Bardhaman Media Bardhaman News Bardhaman News Channel Bardhaman News Paper Bardhaman Newspaper Bardhaman Press Bardhaman Press Corner Bardhaman Purba Bardhaman Reporter Bardhaman Today Bardhaman Today News Bardhaman TV Bardhaman Viral Bardhaman Viral News Bardhaman Viral Video Burdwan Burdwan Breaking News Burdwan District News Burdwan District Today News Burdwan East Burdwan Khabor Burdwan Khobor Burdwan Live Burdwan Media Burdwan News Burdwan News Channel Burdwan News Paper Burdwan Newspaper Burdwan Press Burdwan Press Corner Burdwan Purba Burdwan Reporter Burdwan Today Burdwan Today News Burdwan TV Burdwan University Ph.D Burdwan University PHD Burdwan Viral Burdwan Viral News Burdwan Viral Video East Bardhaman East Bardhaman News East Burdwan East Burdwan News Former Maoist Arnab Dam Former Maoist Arnab DamMaoist Arnab Dam Former Maoist leader Former Maoist leader Arnab Dam History Ph.D History PHD Maoist Maoist leader Maoist leader Arnab Dam Ph.D Ph.D Admission PHD PHD Admission Purba Bardhaman Purba Bardhaman Block News Purba Bardhaman Breaking News Purba Bardhaman District News Purba Bardhaman District Today News Purba Bardhaman Khabor Purba Bardhaman Khobor Purba Bardhaman Live Purba Bardhaman Media Purba Bardhaman News Purba Bardhaman News Channel Purba Bardhaman News Paper Purba Bardhaman Newspaper Purba Bardhaman Press Purba Bardhaman Press Corner Purba Bardhaman Reporter Purba Bardhaman Sub Division News Purba Bardhaman Today Purba Bardhaman Today News Purba Bardhaman TV Purba Bardhaman Viral Purba Bardhaman Viral News Purba Bardhaman Viral Video Purba Burdwan Purba Burdwan Breaking News Purba Burdwan District News Purba Burdwan District Today News Purba Burdwan Khabor Purba Burdwan Khobor Purba Burdwan Live Purba Burdwan Media Purba Burdwan News Purba Burdwan News Channel Purba Burdwan News Paper Purba Burdwan Newspaper Purba Burdwan Press Purba Burdwan Press Corner Purba Burdwan Reporter Purba Burdwan Today Purba Burdwan Today News Purba Burdwan TV Purba Burdwan Viral Purba Burdwan Viral News Purba Burdwan Viral Video আজকে পূর্ব বর্ধমানের খবর আজকে বর্ধমানের খবর পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান খবর পূর্ব বর্ধমান জেলা পূর্ব বর্ধমান জেলা টিভি পূর্ব বর্ধমান জেলা নিউজ পূর্ব বর্ধমান জেলা প্রেস পূর্ব বর্ধমান জেলা বিজ্ঞাপন পূর্ব বর্ধমান জেলা রিপোর্টার পূর্ব বর্ধমান জেলা সাংবাদিক পূর্ব বর্ধমান জেলার খবর পূর্ব বর্ধমান জেলার গ্রাম পূর্ব বর্ধমান জেলার দর্শনীয় স্থান পূর্ব বর্ধমান জেলার ব্লক পূর্ব বর্ধমান জেলার মহকুমা পূর্ব বর্ধমান টিভি পূর্ব বর্ধমান নিউজ পূর্ব বর্ধমান প্রেস পূর্ব বর্ধমান প্রেস কর্নার পূর্ব বর্ধমান বিজ্ঞাপন পূর্ব বর্ধমান রিপোর্টার পূর্ব বর্ধমান সাংবাদিক পূর্ব বর্ধমানের খবর বর্ধমান খবর বর্ধমান টিভি বর্ধমান নিউজ বর্ধমান নিউজ চ্যানেল বর্ধমান পূর্ব বর্ধমান পৌরসভা বর্ধমান প্রেস বর্ধমান প্রেস কর্নার বর্ধমান বিজ্ঞাপন বর্ধমান রিপোর্টার বর্ধমান সাংবাদিক বর্ধমানের খবর বর্ধমানের খবর ভিডিও বর্ধমানের খবর ভিডিয়ো
Check Also
বর্ধমান টাউন হলে শুরু হলো লিটল ম্যাগাজিন মেলা, চলবে ২৪ নভেম্বর পর্যন্ত
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার থেকে শুরু হলো ‘বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা ২০২৪’। বর্ধমান টাউন …