খণ্ডঘোষ (পূর্ব বর্ধমান) :- ক্রেডিট কার্ড অ্যাকটিভ করানোর কথা বলে তথ্য জেনে নিয়ে এক ব্যক্তির লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি তিনি ব্যাংক কর্তৃপক্ষকে জানিয়েছেন। কার্ড ব্লক করেছেন। ব্যাংকে জানানোর পরও তাঁকে সুদ সমেত টাকা ফেরানোর জন্য চাপ দেওয়া হচ্ছে। ঘটনার কথা তিনি লিখিতভাবে খণ্ডঘোষ থানায় জানিয়েছেন। অভিযোগ পেয়ে প্রতারণা ও অর্থ আত্মসাতের ধারায় মামলা রুজু করেছে থানা। থানার এক অফিসার বলেন, কেস রুজু হয়েছে। ঘটনার কিনারায় সাইবার থানার সাহায্য নেওয়া হবে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, খণ্ডঘোষ থানার আমড়ালের বাসিন্দা মন্টু কোনারের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। ব্যাংকের ক্রেডিট কার্ডও রয়েছে তাঁর। চলতি বছরের ১০ ফেব্রুয়ারি তিনি হাতে ক্রেডিট কার্ড পান। ২ দিন পর তাঁর কাছে একটি ফোন আসে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির কাস্টমার হেল্প লাইন থেকে তাঁকে ফোন করা হচ্ছে বলে জানানো হয়। ক্রেডিট কার্ড অ্যাকটিভ করানোর জন্য তাঁকে বলা হয়। এছাড়াও পেট্রল ও শপিং ভাউচার আপ-টু ডেট করানোর জন্য তাঁর কাছ থেকে কাের্ডর বিষয়ে তথ্য জানতে চাওয়া হয়। প্রথমে তিনি তথ্য দিতে রাজি হননি। তিনি ফোন কেটে দেন। এর কিছুক্ষণ পর ফের তাঁর কাছে ফোন আসে। ব্যাংকের ক্রেডিট কার্ড বিভাগ থেকে তাঁকে ফোন করা হচ্ছে বলে জানানো হয়। বিশ্বাস অর্জনের জন্য কাের্ডর পিছনে থাকা নম্বর থেকেই যে তাঁকে ফোন করা হচ্ছে তা বলা হয় তাঁকে। তাতে বিশ্বাস করে তিনি কাের্ডর তথ্য ও ওটিপি দিয়ে দেন। কিছুক্ষণ পর তাঁর ক্রেডিট কার্ড থেকে দু’টি ট্রানজাকশন হয়। তার মাধ্যমে ক্রেডিট কার্ড থেকে ১ লক্ষ ১১ হাজার ৯০৮ টাকা ট্রান্সফার হয়ে যায়। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে তিনি ব্যাংকের কাস্টমার কেয়ার সেন্টারে ফোন করে অভিযোগ জানান। এরপর কার্ড ব্লক করে ই-মেলে তিনি ব্যাংকের কাছে অভিযোগ দায়ের করেন। এরই মধ্যে এসএমএস করে তাঁকে সুদ সমেত ক্রেডিট কাের্ডর টাকা মেটাতে বলা হয়। তাঁকে ১ লক্ষ ৬৬ হাজার ৫০৫ টাকা ৬৮ পয়সা মেটানোর জন্য বলা হয়। সেই টাকা মেটানোর সামর্থ তাঁর নেই। ব্যাংক কর্তৃপক্ষকে তিনি টাকা উদ্ধার করে তা ক্রেডিট কাের্ডর অ্যাকাউন্টে অ্যাডজাস্ট করার জন্য বলেন। কিন্তু, ব্যাংক তাতে রাজি নয়।
Tags Credit Card embezzled
Check Also
বাংলা আবাস যোজনায় নাম দোতলা বাড়ির মালিক বিধায়কের শাশুড়ি এবং পঞ্চায়েত প্রধানের
খণ্ডঘোষ (পূর্ব বর্ধমান) :- পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীনচন্দ্র বাগের শ্বশুরবাড়ির একাধিক বাড়িতে হুকিং …