Breaking News

বর্ধমান শুরু হলো প্রথম ‘গাছ মেলা’

'Gach Mela' started in Burdwan

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- গাছ গ্রুপের উদ্যোগে প্রথম বর্ধমানে অনুষ্ঠিত হল ‘গাছ মেলা’। ২১ থেকে ২৩ জানুয়ারি ৩ দিনের এই গাছ মেলার শুরু থেকে শেষ সবটাই গাছ নিয়ে আলোচনা এবং গাছের প্রদর্শন। গোটা রাজ্যের বুকে গাছ মাস্টার বলে পরিচিত শিক্ষক অরূপ চৌধুরি জানিয়েছেন, গাছই আমাদের জীবন। গাছ ছাড়া এই সমাজ জীবন বাঁচতে পারবে না। সেটাই সাধারণ মানুষের কাছে তুলে ধরে আরও মানুষকে সচেতন করাই এই মেলার উদ্দেশ্য। তিনি জানিয়েছেন, এই মেলায় প্রায় ৮০০ রকমের বিভিন্ন ধরনের ফুল, ভেষজ ও বিরল গাছকে প্রদর্শনীতে রাখা হয়েছে। তিনি জানিয়েছেন, এই তিনদিন ধরে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে আলোচনা সভারও আয়োজন করা হয়েছে। যেখানে বিষয়বস্তু রাখা হয়েছে গাছকেন্দ্রিক। 'Gach Mela' started in Burdwan রবিবার বর্ধমানের খোসবাগানে জাতীয় সংঘের ভলিবল মাঠে এই মেলার উদ্বোধন করেন বর্ধমানের দক্ষিণের বিধায়ক খোকন দাস। উদ্বোধনী অনুষ্ঠানের আগে বীরহাটা পাবর্তী মাঠ থেকে খোসবাগান ভলিবল মাঠ পর্যন্ত গাছেদের জন্য বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজিত হয়। এদিন গাছ গ্রুপের ত্রৈমাসিক ই-ম্যাগাজিন ‘গাছ-কথা’-র মেলা সংখ্যা প্রকাশিত হয়। মেলা উপলক্ষ্যে এদিন উদ্বোধনী মঞ্চ থেকে পত্রিকাটির ছাপা আকারের সংখ্যাও প্রকাশিত হয়। 'Gach Mela' started in Burdwan গাছ গ্রুপের অন্যতম সদস্য রাজেশ হালদার জানিয়েছেন, বর্তমানে তাঁদের গ্রুপের সদস্য সংখ্যা প্রায় সাড়ে ৩ হাজার। স্বল্প জায়গায় প্রথম বছর তাঁদের এই মেলা আয়োজিত হচ্ছে। তাই এবছর গ্রুপের সদস্যদের মধ্যে থেকে বাছাই করে মাত্র ৩০-৪০ জনের গাছ তাঁরা এবার প্রদর্শনীতে রাখতে পেরেছেন। তাঁদের মেলার একটি বিশেষ আকর্ষণ বিরল গাছ। যে গাছগুলি পশ্চিমবঙ্গে বা ভারতে স্বাভাবিক পরিস্থিতি হয়না। উপযুক্ত পরিবেশ তৈরি করে এই ধরনের বেশ কিছু গাছ বর্ধমানেই বাড়িয়ে তুলছেন এমন অনেকেই আছেন। সেই ধরনের কিছু গাছ এই মেলায় প্রদর্শিত হচ্ছে বলে জানিয়েছেন রাজেশ হালদার। এই ধরনের ‘বিরল’ বেশ কিছু গাছ নিয়ে মেলায় অংশ নিয়েছেন বাবুরবাগ সিএমএস স্কুলের শিক্ষক বিশ্বনাথ দাস। তিনি নিজের বাড়িতে প্রায় আড়াই হাজার প্রজাতির গাছ লাগিয়েছেন, তার বড় একটা অংশ এই বিরল গাছ বলে জানিয়েছেন বিশ্বনাথ দাস। 'Gach Mela' started in Burdwan

About admin

Check Also

The fifth short film festival was organized in Burdwan

বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *