বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বিদেশ থেকে পার্সেলে আসা গাঁজা ও কোকেন উদ্ধারের মামলায় বর্ধমান-সিউড়ি রোডের পাশের একটি হোটেল থেকে কলকাতার এক যুবককে গ্রেপ্তার করেছে গুজরাটের আহমেদাবাদ সিটির সাইবার থানার পুলিশ। ধৃতের নাম কার্তিক রাজবংশী। কলকাতার দক্ষিণ পোর্ট থানার অধীন মোমিনপুরের রিমাউন্ট রোড কোয়ার্টার এলাকায় তার বাড়ি। সোমবার বিকেলে বর্ধমান থানার সাহায্য নিয়ে আহমেদাবাদ সিটির পুলিশ তাকে গ্রেপ্তার করে। ধৃতকে মঙ্গলবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। তদন্তের প্রয়োজনে ধৃতকে গুজরাটে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার কথা জানিয়ে কেসের তদন্তকারী অফিসার ইন্সপেক্টর পি এইচ মাকোয়ান ৯৬ ঘণ্টার ট্রানজিট রিমান্ডের আবেদন জানান। সেই আবেদন মঞ্জুর করেছেন ভারপ্রাপ্ত সিজেএম। ধৃতকে ৬ জানুয়ারির মধ্যে আহমেদাবাদের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করার জন্য নির্দেশ দিয়েছেন বিচারক। এ ব্যাপারে ১৫ জানুয়ারির মধ্যে সিজেএম আদালতে রিপোর্ট পেশ করার জন্য তদন্তকারী অফিসারকে নির্দেশ দিয়েছেন বিচারক।
পুলিশ ও আদালত সূত্রে জানা গিয়েছে, গত বছরের ২৯ সেপ্টেম্বর গুজরাটের শাহিবাগ ফরেন পোস্ট অফিসে ১৯টি পারসেল পৌঁছায়। পার্সেলগুলি দেখে সন্দেহ হয় সেখানকার কর্মীদের। বিষয়টি পুলিশে জানানো হয়। পার্সেলের প্যাকেট থেকে ৫ কেজি ৯২৭ গ্রাম উন্নতমানের গাঁজা মেলে। যার বাজারদর ৪৭ লক্ষ ৭৬ হাজার ৮৯৯ টাকা বলে জানিয়েছে গুজরাট পুলিশ। এছাড়াও একটি পারসেল থেকে ২ কেজি ৩১০ গ্রাম কোকেন মেলে। তার মূল্য ২ লক্ষ ৩১ হাজার টাকা বলে পুলিশের দাবি। বিদেশ থেকে মাদক আমদানি করে বিভিন্ন জায়গায় ছড়ানোর পরিকল্পনা ছিল বলে গুজরাট পুলিশের অনুমান। এনিয়ে স্বপ্রণোদিত মামলা রুজু করে আহমেদাবাদ সিটি সাইবার ক্রাইম থানা। মাদকের পাশাপাশি তথ্যপ্রযুক্তি অ্যাক্টে পারসেল প্রেরণকারী ও রিসিভারের বিরুদ্ধে মামলা রুজু হয়। তদন্তে নেমে ফোন নম্বরের সূত্রে ঘটনায় কার্তিকের জড়িত থাকার বিষয়টি জানতে পারে সাইবার থানা। তার মোবাইলের টাওয়ার লোকেশন অনুসরণ করে কার্তিকের হদিস পায় পুলিশ।
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …