জামালপুর (পূর্ব বর্ধমান) :- জেলার সরকারি বইমেলা। কিন্তু সেই বইমেলাতেই গড় হাজির বইমেলা কমিটির সভাপতি জেলাশাসক থেকে প্রশাসনের আধিকারিকরা। আর তাতেই বেজায় রুষ্ট হলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরি। বৃহস্পতিবার থেকে বর্ধমানের জামালপুর নেতাজী অ্যাথলেটিক ক্লাবের মাঠে শুরু হল সপ্তম পূর্ব বর্ধমান জেলা বইমেলা ২০২৩-২০২৪। পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের উদ্যোগে এবং লোকাল লাইব্রেরি অথরিটির পরিচালনায় এই বইমেলা চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন দুপুর সাড়ে ১২ টা থেকে সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত। বই বিকিকিনির পাশাপাশি থাকছে সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন বইমেলার উদ্বোধন করতে এসে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরি বলেন, জামালপুরে জেলা পর্যায়ের বইমেলা। আমাদের দপ্তর চেষ্টা করছে জেলা শহর ছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্তে বইমেলাকে ছড়িয়ে দিতে। যাতে বইমেলা প্রসঙ্গে ছাত্রছাত্রী, শুভানুধ্যায়ীরা অনুভব করতে পারে যে বইমেলার একটা তাৎপর্য প্রত্যেকটি বাড়ির বিবেক সম্পন্ন মানুষের সাথে। সিদ্দিকুল্লাহ চৌধুরি বলেন, এটা পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদিত সরকারি বইমেলা। এখানে ডি এম, এ ডি এম, এস ডি ও নেই। এটা আমার খুব খারাপ লাগছে, তাই বলছি। কারণ এই বইমেলার গুরুত্ব, প্রয়োজন, তাৎপর্য রয়েছে। বইমেলা কমিটির জেলার সভাপতি জেলাশাসক। এই মেলার গুণগত মানকে আরও উন্নত করতে হবে, এই কারণে তাঁদের উপস্থিতি প্রয়োজন। তিনি বলেন, রাজ্যস্তরে ২৩ টা জেলায় বইমেলা হচ্ছে। এছাড়াও প্রায় ১০ টি বইমেলা মহকুমা স্তরে করা হচ্ছে। আগে এইভাবে বর্ধিতভাবে বইমেলা ছিল না। গতবছর সারা রাজ্যে ৯ কোটি ১২ লক্ষ টাকার বই বিক্রি হয়েছে। ৭৭ লক্ষ দর্শক মেলায় এসেছেন। ২৩ লক্ষ বই বিক্রি হয়েছে। আমরা গত বছর ৬ কোটি টাকার বই কিনেছি। অর্ধেক টাকা আমাদের দপ্তর বাকি ৩ কোটি টাকা কেন্দ্রীয় সংস্থা রাজা রামমোহন রায় ফাউন্ডেশন দিয়েছে। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিশু সাহিত্যিক রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত সুনীতি মুখোপাধ্যায়, পূর্ব বর্ধমান জেলাপরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, সহকারী সভাধিপতি গার্গী নাহা, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শান্তনু কোনার, প্রাক্তন মেন্টর উজ্জ্বল প্রামানিক, সাংসদ সুনীল মন্ডল, জামালপুরের বিধায়ক অলোক মাঝি, জামালপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, জামালপুর থানার ওসি নীতু সিং, জামালপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ভূতনাথ মালিক, জামালপুরের বিডিও পার্থসারথী দে প্রমুখরা। যদিও এদিন অনুষ্ঠান শুরুর কিছুক্ষণের মধ্যেই মঞ্চে পৌঁছান বর্ধমান সদর দক্ষিণের মহকুমা শাসক কৃষ্ণেন্দু মণ্ডল। এদিন বিধায়ক অলোক মাঝি জানিয়েছেন, ২০০৪ সালে প্রথম দক্ষিণ দামোদর এলাকার সেহারাবাজারে এই বইমেলা হয়েছিল। ২০ বছর পর জামালপুরের এই বইমেলা প্রথম এবং দক্ষিণ দামোদর এলাকার দ্বিতীয় সরকারি বইমেলা।
Tags Book Book Fair District Book Fair Fair Purba Bardhaman District Book Fair
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …