বর্ধমান (পূর্ব বর্ধমান) :- সোমবার বর্ধমানের পুজো কার্নিভালে এলেন হিন্দি চলচ্চিত্র অভিনেতা গুলশন গ্রোভার এবং অভিনেত্রী মহিমা চৌধুরি। বর্ধমানের এই ধরনের কার্নিভাল দেখে রীতিমতো উচ্ছ্বসিত দুই খলনায়ক ও নায়িকা। এবছর এই পুজো কার্নিভালে মোট ২৮টি পুজো কমিটি অংশ নিয়েছে। এদিন বর্ধমান কার্জন গেটের সামনে মূল কার্নিভাল মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ-সহ পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, সহকারী সভাধিপতি গার্গী নাহা, জেলাশাসক আয়েষা রানি এ, জেলা পুলিশ সুপার সায়ক দাস, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস-সহ জেলা প্রশাসনের সমস্ত আধিকারিক, পুর কাউন্সিলার-সহ জনপ্রতিনিধিরাও। এদিন মহিমা চৌধুরি জানিয়েছেন, রাজ্যে এই ধরনের কার্নিভালের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয়। এই পুজো কার্নিভালে অংশ নেওয়া পুজো উদ্যোক্তাদের ৩ মিনিটের সময়সীমা বেঁধে দেওয়া হয়। কার্নিভালের থিম সম্পর্কে পুজো উদ্যোক্তারা তাঁদের পারফরমেন্স তুলে ধরেন। এদিন বর্ধমানের বড়নীলপুর মোড় থেকে এই কার্নিভালের উদ্বোধন করেন গুলশন গ্রোভার এবং মহিমা চৌধুরি। বড়নীলপুর মোড় থেকে স্টেশন পর্যন্ত এই কার্নিভাল অনুষ্ঠিত হয়।
Tags Bardhaman Durga Puja Theme Bardhaman Durga Puja Theme 2024 Bardhaman Puja Parikrama Bengal Festival Burdwan Durga Burdwan Durga Puja Burdwan Durga Puja Theme Burdwan Durga Puja Theme 2024 Carnival Durga Durga Carnival Durga Festival Durga Idol Durga Puja Durga Puja Carnival Durga Puja Festival Durga Puja Pandal in Bardhaman Durga Utsav Gulshan Grover Mahima Chaudhary Puja Puja Carnival Sarad Utsav Utsav West Bengal Festival কার্নিভাল দুর্গা দুর্গা উৎসব দুর্গা পুজো দুর্গা পূজা দুর্গাপুজো কার্নিভাল দুর্গাপূজা দুর্গাপূজা কার্নিভাল বর্ধমান দুর্গা পূজা
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …