Breaking News

ফুটবল বিশ্বকাপ – এস.এফ.আই. এবং ডি.ওয়াই.এফ.আই.-এর উদ্যোগে সম্প্রীতির মিছিল এবং ইউনিসেক্স ফুটবল ম্যাচ

'Harmony Marches' and Unisex Football Matches between SFI and DYFI during the Football World Cup season

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- রাত পোহালেই হাই ভোল্টেজ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল শুরু হচ্ছে। তার আগে বৃহস্পতিবার সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এসএফআই ও ডিওয়াইএফআই-এর পূর্ব বর্ধমান জেলা কমিটি আয়োজন করল সম্প্রীতির মিছিল। পার্কাস রোডে সংগঠনের জেলা দপ্তরের সামনে থেকে মিছিল শুরু হয়ে বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল-এর সামনে শেষ হয়। একইসঙ্গে এদিন এসএফআই ও ডিওয়াইএফআই জেলা কমিটির উদ্যোগে আয়োজন করা হ’ল বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল মাঠে বন্ধুত্বপূর্ণ ইউনিসেক্স ফুটবল ম্যাচ। যে ম্যাচে এসএফআই ও ডিওয়াইএফআই দুটি টিম তৈরী করে ছেলে ও মেয়ে সকলেই একসঙ্গে ফুটবল খেললেন। 'Harmony Marches' and Unisex Football Matches between SFI and DYFI during the Football World Cup season নানান দেশের সমর্থকরা তাদের প্রিয় দেশের ভালোবাসার ঝান্ডা নিয়ে জার্সি পরে এই মিছিলে ও খেলায় অংশ নিয়েছিলেন। এদিনের বন্ধুত্বপূর্ণ ম্যাচটি গোল শূন্য ভাবে শেষ হয়। খেলা শেষে ম্যাচে অংশ গ্রহণ কারি দুই দল এসএফআই একাদশ ও ডিওয়াইএফআই একাদশ-এর দুই অধিনায়ক পার্থ দাস ও চন্দন ভট্টাচার্যের হতে ম্যাচের ট্রফি তুলি দেন এদিনের খেলার রেফারি অজয় ভট্টাচার্য। এসএফআই-এর জেলা কমিটির সম্পাদক অনির্বাণ রায় চৌধুরী জানিয়েছেন, গোটা পৃথিবী জুড়েই বর্ণ বিদ্বেষ, হিংসা, জাতের নামে বিভাজন, সাম্প্রদায়িকতার উস্কানি সত্ত্বেও বিশ্বকাপ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে বন্ধুত্বপূর্ণ সহবস্থানের মধ্যে। তাঁরাও সেই বার্তাই ছড়িয়ে দিতে চান – খেলার মাঠে কোনো বিভাজন নয়। এই পৃথিবী সকলের। তাই কোনো বিভাজন নয়। বন্ধুত্ব ও সম্প্রীতির মধ্যে দিয়েই আগামী দিনের পৃথিবী তৈরী হোক -এই দাবীকে সামনে রেখেই এদিন এই সম্প্রীতির মিছিল। 'Harmony Marches' and Unisex Football Matches between SFI and DYFI during the Football World Cup season 'Harmony Marches' and Unisex Football Matches between SFI and DYFI during the Football World Cup season

About admin

Check Also

The fifth short film festival was organized in Burdwan

বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *