বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার সন্ধ্যায় বর্ধমানে শ্রাচীর রেনেসাঁ টাউনশিপে রীতিমত হৈ চৈ হয়ে গেল। সারা বছর ধরেই প্রায় ২ মাস অন্তর শ্রাচী গ্রুপ তাঁদের কাস্টমারদের জন্য নানারকম অনুষ্ঠানের আয়োজন করে থাকে। শুক্রবার রেনেসাঁ টাউনশিপে আয়োজন করা হল এইরকমই একটি সন্ধ্যার। যেখানে উপস্থিত ছিলেন বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান কাকলি গুপ্ত তা, ভাইস চেয়ারম্যান আইনুল হক, বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিক, জেলা প্রশাসনের একাধিক আধিকারিক-সহ শ্রাচী গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর পুনম থারার, রেনেসাঁ টাউনসিপের সিইও কৃষ্ণেন্দু মুখার্জ্জী, সেলস এক্সিকিউটিভ সঞ্জিত আগরওয়াল-সহ জনপ্রতিনিধিরা। প্রায় ২৫৪ একর জায়গাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই টাউনশিপ। চলছে প্রতিনিয়ত নিত্যনতুন ফ্ল্যাট, বাংলো তৈরি। ক্রেতাদের স্বাচ্ছন্দ্য ও খুশী করতে একেবারে নিরিবিলি পরিবেশ সৃষ্টি-সহ একাধিক সুযোগ সুবিধাও নিয়ে আসা হচ্ছে। ইতোমধ্যেই এই টাউনসিপের মধ্যে গড়ে উঠেছে শপিংমল, চিকিৎসা প্রতিষ্ঠান। আগামী দিনে আরও নতুন কিছু তৈরির পরিকল্পনা রয়েছে শ্রাচী গ্রুপের। এদিন পুনম থারার জানিয়েছেন, বছরে ২ মাস অন্তর ক্রেতাদের নানান সুবিধা, অফার-সহ গেট টুগেদারের আয়োজন করা হয়ে থাকে। এদিনও সন্ধ্যায় হৈ চৈ নামে এই অনুষ্ঠানের শুরু হয় টাউনসিপের বাসিন্দা প্রায় ২১ জন ৬ থেকে ১২ বছরের শিশুদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে। প্রকৃতি ও খ্রীষ্টমাসকে থিম করে এদিন শিশুরা তাঁদের কল্পনাকে ফুটিয়ে তোলেন। এদিন তাদের পুরস্কৃতও করা হয়। সন্ধ্যায় রেডিও মিরচি খ্যাত আর জে দেবীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় নানান অনুষ্ঠান। আলোকবর্ষ ব্যান্ডের অনবদ্য সংগীত পরিবেশনের সঙ্গে এদিন প্রায় ১২০ জন ক্রেতার হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন পুরস্কার। যার মধ্যে ছিল ল্যাপটপ, গোল্ড কয়েন, চেক প্রভৃতি। পুরস্কারগুলি তুলে দেন সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর পুনম থারুর। ছিল রাত্রিকালীন নৈশভোজের আয়োজনও।
Tags Renaissance Renaissance Township Shrachi Shrachi Renaissance Shrachi Renaissance Township Shrachi Township Township
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …