গুসকরা (পূর্ব বর্ধমান) :- কোল্ডস্টোরেজের অ্যামোনিয়া গ্যাস সংক্রান্ত বিপর্যয়ের মোকাবিলা করতে হবে কীভাবে তার মকড্রিল হলো গুসকরায়। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফ ও রাজ্য বিপর্যয় ব্যবস্থাপণ দপ্তরের উদ্যোগে শনিবার এই মকড্রিলের আয়োজন করা হয়। কোল্ডস্টোরেজগুলিতে প্রচুর পরিমাণে অ্যামোনিয়া গ্যাসের ব্যবহার করা হয়। অন্যদিকে, এই অ্যামোনিয়া গ্যাস মানব শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। তাই কোনো কারণে যদি হঠাৎ করে অ্যামোনিয়া গ্যাস লিক করে তাহলে কোল্ডস্টোরেজের কর্মী ও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের কীভাবে নিরাপদে বের করে আনা যায় ও কী কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা উচিত তা হাতে কলমে করে দেখানো হয় এনডিআরএফের তরফে। উপস্থিত ছিলেন এনডিআরএফের আধিকারিক সঞ্জয় কুমার রঞ্জন ও জেলা বিপর্যয় ব্যবস্থাপন দপ্তরের আধিকারিক প্রতীক ব্যানার্জী-সহ অন্যান্যরা।
Tags ammonia ammonia gas Cold Storage
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …