বর্ধমান (পূর্ব বর্ধমান) :- পারিবারিক অশান্তির জেরে স্বামী ও স্ত্রীর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বর্ধমান শহরের শিয়ালডাঙা বিধানপল্লী এলাকায়। মৃতদের নাম বিভা কংসবণিক (২৬) এবং বিশ্বজিত কংসবণিক (৩৯)। মৃতা বিভা কংসবণিকের দাদা দিলীপ রাজমল্ল জানিয়েছেন, ২০১৪ সালে বিভার সঙ্গে বিশ্বজিতের বিয়ে হয়। তাঁদের আড়াই বছরের একটি পুত্র সন্তানও রয়েছে। দিলীপবাবু অভিযোগ করেছেন, বিয়ের পর থেকেই বিভার ওপর শ্বশুরবাড়ির লোকজন নানা অছিলায় নির্যাতন চালাতে শুরু করে। সোমবার রাত্রি প্রায় দেড়টা নাগাদ বিভা এবং বিশ্বজিতের গায়ে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক বিভাকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার সকালে মৃত্যু হয় বিশ্বজিতেরও। এই ঘটনায় দিলীপ রাজমল্ল বর্ধমান থানায় বিভা কংসবণিকের শ্বশুরবাড়ির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। যদিও এব্যাপারে মৃতার জা মধুমিতা কংসবণিক জানিয়েছেন, বিয়ের পর থেকেই বিভা আলাদা থাকার জন্য স্বামীকে চাপ দিত। প্রায়ই তাঁরা ঘর বদল করতেন। সোমবারও তাঁরা ঘর বদল করার জন্য ঘরের জিনিসপত্র বার করেছিলেন। তা নিয়েই স্বামী–স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয়। আর তার জেরেই নিজেরাই গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। তাঁরা দ্রুত গিয়ে শিশুটিকে নিরাপদে উদ্ধার করেন এবং বিভা এবং বিশ্বজিতকে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে, এই ঘটনার খবর পেয়ে বিভার বাপের বাড়ির লোকজন বর্ধমান হাসপাতালে এলে বিভার শ্বশুরবাড়ির লোকজনদের সঙ্গে রীতিমত বচসায় জড়িয়ে পড়েন। এমনকি শ্বশুরবাড়িতে গিয়ে তাঁরা হুমকিও দেন বলে অভিযোগ করেছেন মধুমিতা কংসবণিক। বর্ধমান থানা সূত্রে জানা গেছে, এই ঘটনায় একটি অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।
Tags burnt to death
Check Also
বাংলা আবাস যোজনায় নাম দোতলা বাড়ির মালিক বিধায়কের শাশুড়ি এবং পঞ্চায়েত প্রধানের
খণ্ডঘোষ (পূর্ব বর্ধমান) :- পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীনচন্দ্র বাগের শ্বশুরবাড়ির একাধিক বাড়িতে হুকিং …