বর্ধমান (পূর্ব বর্ধমান) :- গোটা দেশের ২ কোটি মহিলাকে লাখপতি বানানোর উদ্যোগ নিয়েছে ইণ্ডিয়ান ব্যাংক। এই লক্ষ্যে পৌঁছানোর জন্য স্বনির্ভর গোষ্ঠীগুলোকে ঋণ দিয়ে তাঁদের সহযোগিতা করা শুরু হয়েছে ৮ ডিসেম্বর থেকে। শুক্রবার বর্ধমানের একটি পাঁচতারা হোটেলে আয়োজিত এসএইচজি আউটরিচ প্রোগ্রামে একথা জানিয়েছেন, ইণ্ডিয়ান ব্যাংকের কর্তৃপক্ষরা। নতুনগঞ্জ ব্রাঞ্চের চিফ ম্যানেজার রবি রঞ্জন জানিয়েছেন, এই ২ কোটি মহিলাদের মধ্যে আসানসোল জোনে রয়েছে ১০০ টি স্বনির্ভর গোষ্ঠীর মহিলা। ইন্ডিয়ান ব্যাংকের আসানসোল জোনের উদ্যোগে পূর্ব বর্ধমান জেলার সহযোগিতায় স্বনির্ভর গোষ্ঠীর এই ‘এস এইচ জি আউটরিচ প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়। এদিন প্রায় ৫০০ স্বনির্ভর গোষ্ঠীর মহিলা এই অনুষ্ঠানে হাজির হন। একইসঙ্গে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতের তৈরি বিভিন্ন উপকরণকেও এদিন হাজির করা হয় অনুষ্ঠানস্থলে। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেকটর শিব বজরং সিং, অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন প্রসেনজিত দাস, পূর্ব বর্ধমান জেলা ডিআরডিসি-র প্রোগ্রাম ডিরেক্টর শাশ্বতী দাস, ব্যাংকের কলকাতা এফজিএমও বিনয় কুমার সিং, আসানসোল জোনের আঞ্চলিক প্রধান রমেশ কুমার মিশ্র, ব্যাংকের পূর্ব বর্ধমান জেলার এলডিএম পিনাকী বর্মণ, ডেপুটি জোনাল ম্যানেজার অমরজিৎ সিং হীরা, নতুনগঞ্জ ব্রাঞ্চের চিফ ম্যানেজার রবি রঞ্জন প্রমুখ। উল্লেখ্য, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম জেলা নিয়ে ইণ্ডিয়ান ব্যাংকের আসানসোল জোনে ৯১ টি ব্রাঞ্চে ১৯ লক্ষ ২২ হাজার গ্রাহক আছেন। এই জোনে ইণ্ডিয়ান ব্যাংকের সাথে যুক্ত ১৬১৩১ টি স্বনির্ভর গোষ্ঠী। আসানসোল জোনের গোষ্ঠীগুলোকে এখনও পর্যন্ত ৩৫০ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। এদিন এই শিবির থেকে স্বনির্ভর গোষ্ঠীগুলোকে ৬৫ কোটি টাকা ঋণ প্রদান করা হয়েছে। এদিনের শিবির থেকে স্বনির্ভর গোষ্ঠীগুলোকে ছাড়াও এমএসএমই ঋণ গ্রাহকদের ২৫ কোটি ৭৯ লক্ষ টাকা, রিটেল গ্রাহকদের ১৮ কোটি ৯৬ লক্ষ টাকা এবং কৃষি ঋণ গ্রাহকদের ৪১ কোটি ৩৮ লক্ষ টাকার স্বীকৃতিপত্র প্রদান করা হয়েছে।
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …