বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বুধবার আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবসে বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ধমান শহরের ৩২ টি স্কুলের শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মীদের এবং ছাত্রছাত্রীদের প্লাস্টিক ও পার্থেনিয়ামের বিপদ সম্পর্কে সচেতন করা হল। একইসঙ্গে এই সংস্থার উদ্যোগে আগামী দুমাসের মধ্যে শহরের সকল স্কুলকে পার্থেনিয়াম ও প্লাস্টিক মুক্ত করার কর্মসূচি গ্রহণ করা হল। সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার জানিয়েছেন, স্কুল কর্তৃপক্ষকে এদিন প্রতিটি স্কুলে ৫ জন ছাত্রছাত্রীর দল তৈরি করে নিয়মিত পরিদর্শনের দায়িত্ব দেবার আবেদন জানানো হয়েছে। প্রলয়বাবু জানিয়েছেন, এই কাজের নিরিখে ২ মাস পর ৩ টি স্কুল এবং ঐ স্কুলের ১৫ জন ছাত্রছাত্রীকে পুরস্কৃত করা হবে যা আগামীতে প্রতিটি স্কুল প্রাঙ্গণকে পরিষ্কার রাখতে স্কুলকে উৎসাহিত করবে। এদিন সংস্থার তরফে উপস্থিত ছিলেন শতাব্দী মজুমদার, চৈতালি ঘোষ, অঙ্কিতা সাম, দ্যুতি কোনার, সৈয়দ মোহাম্মদ ওবেইদুল্লা, অনিন্দিতা চ্যাটার্জী প্রমুখরা।
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …