Breaking News

বিজেপির হাত থেকে ৮টি কারখানার পুনর্দখল নিল তৃণমূল

INTTUC Trade Union of TMC took over 8 factories from the hands of BJP

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- হালিশহরকাঁচরাপাড়া নয় এবার সর্বাত্মকভাবেই বিজেপির হাতে দখল হয়ে যাওয়া এলাকা নিজেদের পুনর্দখলে আনার কাজ শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। পূর্ব বর্ধমানে লোকসভা নির্বাচনের পর বিজেপির দখল নেওয়া দেওয়ান দিঘী থানার পালিতপুর এলাকায় ৮টি কারখানা পুনরায় দখল নিল তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। সোমবার সকালে পূর্ব বর্ধমান জেলা আইএনটিটিইউসির সভাপতি ইফতিকার আহমেদ ওরফে পাপ্পুর নেতৃত্বে বর্ধমান উত্তরের তৃণমূল বিধায়ক নিশীথ মালিকবর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক খোকন দাস সহ এলাকার তৃণমূল নেতারা দেওয়ানদিঘী থানার পালিতপুর শিল্প তালুক এলাকায় পরপর ৮টি কারখানায় গিয়ে বিজেপির পতাকা নামিয়ে সেখানে তৃণমূলের শ্রমিক সংগঠনের পতাকা লাগিয়ে দেন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও এব্যাপারে বিজেপির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। ইফতিকার আহমেদ জানিয়েছেন,লোকসভা নির্বাচনের পর থেকেই গায়ের জোরে বিজেপি এই সমস্ত কারখানায় তৃণমূলের পতাকা ফেলে দিয়ে বিজেপির পতাকা লাগিয়ে দেয়। গায়ের জোরে এই ঘটনা তাঁরা মোটেও বরদাস্ত করবেন না। তিনি জানিয়েছেনবিজেপি কারখানায় শ্রমিক সংগঠন করলে তাঁদের সদস্য থাকলে তাঁরা নিশ্চয়ই বিজেপির পতাকা লাগাতে পারেন। কিন্তু তা না করে কেবলমাত্র তৃণমূলের পতাকা নামিয়ে দিয়ে সেখানে বিজেপির পতাকা লাগিয়ে দেওয়ার জন্যই এদিন তাঁরা বিজেপির পতাকা নামিয়ে দিয়ে তৃণমূলের পতাকা লাগিয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেনলোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজেপির এই কর্মকাণ্ডে এলাকার তৃণমূল শ্রমিকরা চুপ করেছিলেন। কিন্তু এদিন বিজেপির পতাকা নামিয়ে আইএনটিটিইউসির পতাকা লাগানোর পরই তাঁরা পুনরায় উজ্জীবিত হয়ে উঠেছেন।

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *