Breaking News

১০০ দিনের কাজে দুর্নীতির দায় পঞ্চায়েত কর্মীদের উপর চাপানো চলবে না বলে হুঁশিয়ারী দিল বাম সংগঠন

The Joint Committee of the West Bengal Panchayat Employee Samity organized a demonstration program. Demand - Panchayat workers should not be liable for corruption in MGNREGS work. At Purba Bardhaman Zilla Parishad office

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ১০০ দিনের কাজে গোটা রাজ্য জুড়ে ব্যাপক অনিয়মের দায় পঞ্চায়েতের কর্মচারীদের ঘাড়ে চাপালে আগামী দিনে গোটা রাজ্য জুড়েই পঞ্চায়েত বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারী দিল পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতি সমূহের যৌথ কমিটির পূর্ব বর্ধমান জেলা শাখা। শুক্রবার বর্ধমান জেলা পরিষদের অতিরিক্ত জেলাশাসক এবং জেলাশাসককের কাছে ৯দফা দাবীতে স্মারকলিপি দিলেন তাঁরা। দাবী তোলা হয়েছে১০০ দিনের কাজে কেন্দ্র সরকারের নির্দেশের বাইরে কোনো কাজ পঞ্চায়েতের কর্মচারীদের দিয়ে করানো চলবে না। এমনকি পঞ্চায়েতের বেনিয়ম কাজের দায়ও পঞ্চায়েত কর্মচারীদের ঘাড়ে চাপানো চলবে না। এরই পাশাপাশি তাঁরা এদিন দাবী করেছেননির্মাণ সহায়ক সহ বহু কর্মচারীকে শাস্তিমূলকভাবে দূরে বদলী করা হয়েছে। The Joint Committee of the West Bengal Panchayat Employee Samity organized a demonstration program. Demand - Panchayat workers should not be liable for corruption in MGNREGS work. At Purba Bardhaman Zilla Parishad office অবিলম্বে তাঁদের এই বদলীর নির্দেশ প্রত্যাহার করতে হবে। বদলীর ক্ষেত্রে প্রশাসনের নির্দেশের পাশাপাশি কর্মীদের সুবিধারক বিষয়টিও গুরুত্ব দিয়ে ভাবার আবেদন জানানো হয়েছে। সংগঠনের জেলা সম্পাদক আলিজান মণ্ডল জানিয়েছে্নসম্প্রতি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা ১০০ দিনের কাজের প্রকল্প নিয়ে যে জেলাওয়াড়ি সার্ভে করে যান তার পরিপ্রেক্ষিতে তাঁরা ইতিমধ্যেই বেশ কিছু পঞ্চায়েতকে টাকা ফেরত দেবার নির্দেশ দিয়েছে। কিন্তু এখন সেই টাকা ফেরতের জন্য পঞ্চায়েতের কর্মচারীদের ওপর চাপ সৃষ্টি করা চলবে না। তাঁরা কোনোভাবেই এই অন্যায় মানবেন না। তিনি জানিয়েছেনবর্তমান উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে জেলার বহু গ্রাম পঞ্চায়েতে অস্থিরতা তৈরী হয়েছে। এই অবস্থায় পঞ্চায়েত কর্মীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে প্রশাসনকে।

About admin

Check Also

The fifth short film festival was organized in Burdwan

বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *