Breaking News

নিহত চিকিৎসকের প্রতীকী ছবি সম্বলিত কালো রাখী পরিয়ে বর্ধমান হাসপাতালে প্রতিবাদ জুনিয়র ডাক্তারদের

Junior doctors protest at Burdwan Hospital wearing black rakhi with symbolic picture of the slain doctor

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আর জি কর কাণ্ড নিয়ে গোটা দেশ তোলপাড়। এখনও পর্যন্ত একজন সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করা হলেও এই ঘটনার সঙ্গে আর যারা যুক্ত তাদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ, সিবিআই। স্বাভাবিকভাবেই যতদিন যাচ্ছে ততই অপরাধীদের গ্রেপ্তার এবং প্রকৃত বিচারের দাবিতে আন্দোলন জোরদার হচ্ছে। রবিবার রাতে বর্ধমানের রাজপথেও মোহনবাগান, ইষ্টবেঙ্গলের সমর্থকরা এই দাবিতে কার্জন গেট থেকে পারবীরহাটা ঘড়ি মোড় পর্যন্ত মিছিল সংগঠিত করেছে। আর সোমবার রাখী বন্ধনের দিনেও উঠে এসেছে আর জি কর প্রসঙ্গ। শুধু তাইই নয়, আর জি কর কাণ্ডে এখনও পর্যন্ত একজন সিভিক পুলিশ ধরা পড়লেও সোমবার খোদ বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখা গেল অন্য দৃশ্য। Junior doctors protest at Burdwan Hospital wearing black rakhi with symbolic picture of the slain doctor এদিন হাসপাতালে কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার ও পুলিশের হাতে রাখী পরিয়ে দিলেন জুনিয়র ডাক্তাররা। জানালেন, এই লড়াইয়ে সকলের সংহতি, সকলের মধ্যে বন্ধন তৈরি করতেই এই রাখী পরানো হয়েছে। যদিও বর্ধমান হাসপাতালে জুনিয়র ডাক্তারদের উদ্যোগে এই রাখী বন্ধন উৎসব ছিল কালো রঙের। আর জি কর কাণ্ডে গোটা সমাজ এখন অন্ধকারে – আর সেটা বোঝাতেই এদিন কালো রঙের রাখী বাঁধলেন তাঁরা প্রত্যেকের হাতে। যে রাখিতে ছিল তিলোত্তমার প্রতীকী ছবিও। জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন, আর জি করের প্রতিবাদে এবং নারী সুরক্ষা ও নিরাপত্তাকে সুদৃঢ় করতে অশুভ শক্তির বিরুদ্ধে নিজেদের লড়াই ও সুসম্পর্কগুলোকে আরও বেঁধে রাখতে সোমবার রাখিবন্ধন কর্মসূচি পালন করলেন তাঁরা। তিলোত্তমার বিচার চাই এই দাবি ও তিলোত্তমার প্রতীকী ছবি সম্বলিত রাখি রোগীর আত্মীয় ও পরিজনদের হাতেও বেঁধে দিয়ে সৌভাতৃত্বের বার্তা দেন জুনিয়র ডাক্তাররা। Junior doctors protest at Burdwan Hospital wearing black rakhi with symbolic picture of the slain doctor

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *