বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শনিবার পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক হিসাবে দায়িত্ব নিলেন কে. রাধিকা আইয়ার। তিনি কলকাতা এনভায়রনমেন্টাল ইমপ্রুভমেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের প্রজেক্ট ডিরেক্টর ছিলেন। এদিন বিকালে বিদায়ী জেলাশাসক বিধানচন্দ্র রায় তাঁর হাতে দায়িত্বভার তুলে দেন। কে. রাধিকা আইয়ার এর আগে বাঁকুড়ার জেলাশাসক হিসাবেও দায়িত্ব সামলেছেন। উল্লেখ্য, গত কয়েক মাসে পূর্ব বর্ধমান জেলায় এনিয়ে ২ বার জেলাশাসক বদল হলেন। এর আগে জেলাশাসক হিসাবে পূর্ণেন্দু মাজীকে বীরভূমে বদলি করা হয়। অন্যদিকে, বীরভূম থেকে বিধানচন্দ্র রায়কে পূর্ব বর্ধমানে নিয়ে আসা হয়। এরই মাঝে হুগলীর জেলাশাসক মুক্তা আর্যকে পূর্ব বর্ধমানের জেলাশাসক হিসাবে বদলি করার নির্দেশ জারি করলেও তা প্রত্যাহার করা হয়। এরপর ফের বিধানচন্দ্র রায়কে সরিয়ে কে. রাধিকা আইয়ার জেলাশাসক হিসাবে শনিবার কাজে যোগ দিলেন।
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …