বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বারাণসীর ঘাটে গঙ্গারতি দেখতে যখন লক্ষ লক্ষ মানুষ ছোটেন, এমনকি খোদ কলকাতায় গঙ্গারতি নিয়ে যখন রাজনৈতিক চর্চা তুঙ্গে ওঠে সেইসময় গোটা জেলায় এই প্রথম বারাণসীর ঢঙে সন্ধ্যারতির আসর বসাতে চলেছেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। মঙ্গলবার বর্ধমানের কাঞ্চননগরের কঙ্কালেশ্বরী কালীমন্দির প্রাঙ্গণে ১৬ তম কাঞ্চন উৎসবের জন্য ডাকা সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন বিধায়ক। তিনি জানিয়েছেন, ২০ থেকে ২৮ জানুয়ারি কঙ্কালেশ্বরী কালীবাড়ির মাঠে এই কাঞ্চন উৎসব অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনের দিন রাজ্যের একাধিক মন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন হিন্দি সিনেমার কোরিওগ্রাফার ও অভিনেতা প্রভু দেবা। ২১ জানুয়ারি উপস্থিত থাকবেন সুরেশ ওয়াদকর। ২২ জানুয়ারি ঋষি সিং ও বিদীপ্তা চক্রবর্তী। ২৩ জানুয়ারি নীতি মোহন। ২৪ জানুয়ারি বিশাল মিশ্র। ২৫ জানুয়ারি সাচেত ট্যান্ডন ও পরম্পরা ঠাকুর (সচেত-পরম্পরা)। ২৬ জানুয়ারি বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী এবং বাংলাদেশের সঙ্গীতশিল্পী আরমান আলিফ ও ইমরান মাহমুদুল। ২৭ জানুয়ারি উপস্থিত থাকবেন খেসারি লাল যাদব। ২৮ জানুয়ারি আতসবাজি প্রদর্শনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি। এছাড়াও প্রতিদিনই থাকছে স্থানীয় শিল্পীদের অনুষ্ঠান। থাকছে সরকারি প্রায় ৬০ টিরও বেশি স্টল-সহ মোট ১০০ টি স্টল। এদিন বক্তব্য রাখতে গিয়ে কাঞ্চন উৎসব কমিটির সভাপতি তথা বিধায়ক খোকন দাস জানিয়েছেন, এই কাঞ্চন উৎসব মিটলেই কঙ্কালেশ্বরী কালীমন্দির লাগোয়া পুকুরে তৈরি করা হবে সন্ধ্যারতি মঞ্চ। বিধায়ক জানিয়েছেন, আপাতত প্রতি রবিবার এই বিশেষ সন্ধ্যারতি করা হবে। তিনি জানিয়েছেন, বারাণসীর গঙ্গার ঘাটে যেভাবে মানুষ গঙ্গারতি দেখতে ছোটেন সেইভাবেই এখানেও পুরোহিতরা আরতি করবেন। ইতোমধ্যেই এব্যাপারে বিশেষ প্রদীপের বরাত দেওয়া হয়েছে। তাঁরা আশা করছেন, নতুন বাংলা বছর থেকেই এই সন্ধ্যারতি শুরু করা যাবে।
Tags Arman Alif Bidipta Chakraborty Chanchal Chowdhury Imran Mahmudul Kali Mandir Kali Temple Kalimandir Kanchan Nagar Kanchan Utsav Kanchannagar Kankaleshwari Kankaleshwari Kali Mandir Kankaleshwari Kali Temple Kankaleshwari Kalimandir Khesari Lal Khesari Lal Yadav Khesarilal Khesarilal Yadav Neeti Mohan Parampara Thakur Prabhu Deva Rishi Singh Sachet Tandon Sachet–Parampara Suresh Ishwar Wadkar Suresh Wadkar Vishal Mishra চঞ্চল চৌধুরী
Check Also
বর্ধমান টাউন হলে শুরু হলো লিটল ম্যাগাজিন মেলা, চলবে ২৪ নভেম্বর পর্যন্ত
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার থেকে শুরু হলো ‘বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা ২০২৪’। বর্ধমান টাউন …