Breaking News

২০ জানুয়ারি থেকে বর্ধমানে শুরু হচ্ছে ‘কাঞ্চন উৎসব ২০২৪’, চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত বারাণসীর ঢঙে জেলায় প্রথম সন্ধ্যারতি বর্ধমানের কাঞ্চননগরে

'Kanchan Utsav 2024' will begin on January 20 in Burdwan and will continue till January 28

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বারাণসীর ঘাটে গঙ্গারতি দেখতে যখন লক্ষ লক্ষ মানুষ ছোটেন, এমনকি খোদ কলকাতায় গঙ্গারতি নিয়ে যখন রাজনৈতিক চর্চা তুঙ্গে ওঠে সেইসময় গোটা জেলায় এই প্রথম বারাণসীর ঢঙে সন্ধ্যারতির আসর বসাতে চলেছেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। মঙ্গলবার বর্ধমানের কাঞ্চননগরের কঙ্কালেশ্বরী কালীমন্দির প্রাঙ্গণে ১৬ তম কাঞ্চন উৎসবের জন্য ডাকা সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন বিধায়ক। 'Kanchan Utsav 2024' will begin on January 20 in Burdwan and will continue till January 28 তিনি জানিয়েছেন, ২০ থেকে ২৮ জানুয়ারি কঙ্কালেশ্বরী কালীবাড়ির মাঠে এই কাঞ্চন উৎসব অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনের দিন রাজ্যের একাধিক মন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন হিন্দি সিনেমার কোরিওগ্রাফার ও অভিনেতা প্রভু দেবা। ২১ জানুয়ারি উপস্থিত থাকবেন সুরেশ ওয়াদকর। ২২ জানুয়ারি ঋষি সিং ও বিদীপ্তা চক্রবর্তী। ২৩ জানুয়ারি নীতি মোহন। ২৪ জানুয়ারি বিশাল মিশ্র। ২৫ জানুয়ারি সাচেত ট্যান্ডন ও পরম্পরা ঠাকুর (সচেত-পরম্পরা)। ২৬ জানুয়ারি বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী এবং বাংলাদেশের সঙ্গীতশিল্পী আরমান আলিফ ও ইমরান মাহমুদুল। ২৭ জানুয়ারি উপস্থিত থাকবেন খেসারি লাল যাদব। ২৮ জানুয়ারি আতসবাজি প্রদর্শনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি। এছাড়াও প্রতিদিনই থাকছে স্থানীয় শিল্পীদের অনুষ্ঠান। থাকছে সরকারি প্রায় ৬০ টিরও বেশি স্টল-সহ মোট ১০০ টি স্টল। 'Kanchan Utsav 2024' will begin on January 20 in Burdwan and will continue till January 28 এদিন বক্তব্য রাখতে গিয়ে কাঞ্চন উৎসব কমিটির সভাপতি তথা বিধায়ক খোকন দাস জানিয়েছেন, এই কাঞ্চন উৎসব মিটলেই কঙ্কালেশ্বরী কালীমন্দির লাগোয়া পুকুরে তৈরি করা হবে সন্ধ্যারতি মঞ্চ। বিধায়ক জানিয়েছেন, আপাতত প্রতি রবিবার এই বিশেষ সন্ধ্যারতি করা হবে। তিনি জানিয়েছেন, বারাণসীর গঙ্গার ঘাটে যেভাবে মানুষ গঙ্গারতি দেখতে ছোটেন সেইভাবেই এখানেও পুরোহিতরা আরতি করবেন। ইতোমধ্যেই এব্যাপারে বিশেষ প্রদীপের বরাত দেওয়া হয়েছে। তাঁরা আশা করছেন, নতুন বাংলা বছর থেকেই এই সন্ধ্যারতি শুরু করা যাবে। 'Kanchan Utsav 2024' will begin on January 20 in Burdwan and will continue till January 28 'Kanchan Utsav 2024' will begin on January 20 in Burdwan and will continue till January 28 'Kanchan Utsav 2024' will begin on January 20 in Burdwan and will continue till January 28

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *