বর্ধমান (পূর্ব বর্ধমান) :- জলের অপচয় রোধ করতে কন্যাশ্রী দিবসের মঞ্চে খোদ জেলাশাসককের কাছেই আবেদন রাখলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি এদিন জেলাশাসককে জানিয়েছেন, জলের অপচয় রোধ করা এখন একটা সামাজিক দায়বদ্ধতা। জেলাশাসককের উদ্দেশ্যে তিনি জানান, জেলাশাসকের বাংলোতেও রয়েছে বাথটব, শাওয়ার। সেগুলিই এদিন জেলাশাসককে বন্ধ করার আবেদন জানিয়ে স্বপনবাবু বলেন, তাঁরা যাঁরা দিনরাত বক্তৃতা দিয়ে বেড়াচ্ছেন জল অপচয় রোধের জন্য তাঁরাই যদি তা না মানেন তাহলে জলের অপচয় রোধের উদ্যোগ সফলই হবে না। বুধবার বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে আয়োজিত ষষ্ঠ এই কন্যাশ্রী দিবসের উদ্বোধন করতে এসে স্বপনবাবু বলেন, প্রত্যেকটি কন্যার মধ্যেই লুকিয়ে রয়েছে দুর্গা, সরস্বতী, লক্ষ্মী লুকিয়ে রয়েছে। তিনি বলেন, কিন্তু এখনও সেই পুরনো ধ্যান ধারণাকে কাটিয়ে ওঠা যায়নি। এখনও পুত্র সন্তান প্রসব হলে আনন্দ করেন বাবা-মা আত্মীয় স্বজনরা। আর কন্যা সন্তান হলে তাকে দেখতে হাসপাতালেই যাননা। তিনি জানিয়েছেন, মেয়েদের এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতেই মুখ্যমন্ত্রী কন্যাশ্রী প্রকল্প চালু করেন। তিনি জানিয়েছেন, ২০১১ সাল থেকে এখনও পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় কে-১ সুবিধা পেয়েছে ৯ লক্ষ ২৫ হাজার ৩০০ জন ছাত্রী। যার আর্থিক মূল্য প্রায় ৬৬ কোটি টাকা। কে-২ সুযোগ পেয়েছে ১ লক্ষ ১৬ হাজার ১৯৩জন ছাত্রী। যার আর্থিক মূল্য ২৬৯ কোটি টাকা। এদিন বক্তব্য রাখতে গিয়ে স্বপনবাবু আক্ষেপ প্রকাশ করে বলেন, আজকের শিক্ষার্থীরা দেশের, প্রতিবেশী দেশের, অন্যান্য রাষ্ট্রের ভূগোল পড়ে। কিন্তু খুবই দুঃখ লাগে যখন দেখা যায় সেই শিক্ষার্থী নিজের এলাকার ভুগোলই জানেনা। সে জানে না তার এলাকা দিয়ে কোন্ কোন্ নদী প্রবাহিত, সেই ব্লকের নাম কি? স্বপনবাবু ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আবেদন করেন, দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য যাঁরা জীবন বলিদান দিয়েছেন কিংবা যে সমস্ত মানুষ অত্যন্ত গোপনে দেশের স্বাধীনতা আনতে স্বাধীনতা সংগ্রামীদের সাহায্য করেছেন নানাভাবে – সেই সমস্ত মানুষদের ইতিহাসকে খুঁজে বার করার দায়িত্ব নিক ছাত্রছাত্রীরা। তাঁদের সম্মানিত করা হোক। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই মন্ত্রী স্বপন দেবনাথ ব্যক্তগত উদ্যোগে পূর্ব বর্ধমান জেলা জুড়ে এই ধরণের মনীষীদের খুঁজে বের করা তাদের ইতিহাস তুলে ধরতে কাজ করছেন। বুধবার সকালেও তিনি তাঁর নির্বাচনী এলাকায় ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে এই ধরণের বেশ কিছু মনীষীর ছবি নিয়ে এলাকা পরিদর্শন করেন। এদিন বক্তব্য রাখতে গিয়ে স্বপনবাবু আগামী দিনে ঘনিয়ে আসা পানীয় জল সংকট মোকা্বিলায় ছাত্রছাত্রীদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি জানিয়েছেন, জল অপচয় রুখতে ছাত্রছাত্রীদের এগিয়ে আসতে হবে। অন্যান্যদের মধ্যে এদিন হাজির ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, সহকারী সভাধিপতি দেবু টুডু, জেলাশাসক বিজয় ভারতী জেলা কন্যাশ্রী প্রকল্পাধিকারিক মৌলী সান্যাল সহ জেলা প্রশাসনের আধিকারিকরাও।
Tags Kanyashree Kanyashree Divas
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …