খন্ডঘোষ (পূর্ব বর্ধমান) :- পরপর কন্যা সন্তান হওয়ায় এক গৃহবধুকে পুড়িয়ে খুন করার অভিযোগ উঠল। মৃতের নাম মাধবী রুইদাস(৩১)। ঘটনাটি ঘটেছে খন্ডঘোষের লোধনা এলাকায়। মৃতের বাপের বাড়ির লোকজনদের অভিযোগ, প্রথম পুত্র সন্তান হওয়ার পর বছর দুয়েক পর সেই পুত্র সন্তান ডায়রিয়ায় মারা যায়। এরপর দ্বিতীয়বার তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন। কিন্তু তার শ্বশুরবাড়ির লোকজন ফের পুত্র সন্তানের জন্য তার ওপর চাপ সৃষ্টি করতে থাকেন। এরপর প্রায় ৬ মাস আগে তিনি ফের একটি কন্যা সন্তান জন্ম দেন। মৃতের বাপের বাড়ির অভিযোগ, ওই কন্যা সন্তানকে বিক্রি করে দেওয়া হয়। আর তারপর থেকে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বাড়ে। আর তার জেরেই মাধবীদেবীকে পুড়িয়ে মারা হয় বলে অভিযোগ করেছেন মাধবী দাসের মা বাসন্তী দাস। তিনি জানিয়েছে্ন, প্রায় ১০ বছর আগে কার্তিক রুইদাসের সঙ্গে বিয়ে হয় মাধবী দাসের। যদিও এদিন ৬ মাসের মাধবী দাসের কন্যা সন্তানকে কোথায় কিভাবে বিক্রি করা হয়েছে সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।
Tags housewife Killing
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …