ভাতার (পূর্ব বর্ধমান) :- দুর্ঘটনার কবলে কলকাতা-কান্দি-বহরমপুর রুটের বেসরকারি বাস। মৃত ১, আহত কমপক্ষে ৩৬ জন। মৃতের নাম সেখ ইনামূল হক। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে ভাতার থানার বাদশাহি রোডের নতুনগ্রাম এলাকায়। পুলিশসূত্রে জানা গেছে, কলকাতা-কান্দি-বহরমপুর রুটের বেসরকারি বাসটি বাদশাহি রোড ধরে কান্দি অভিমুখে যাওয়ার সময় নতুনগ্রাম পেট্রোল পাম্পের সামনে ডিভিসি সেচ খালের উপর নির্মিত ব্রিজের কাছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে সেচ খাল পেরিয়ে বাসটি উল্টে যায়। খবর পাওয়া মাত্রই উদ্ধারকার্যে নামে ভাতার থানার পুলিশ ও স্থানীয়রা। যুদ্ধকালীন তৎপরতায় ৩৭ জনকে উদ্ধার করে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে ২৬ জনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে। সেখানেই সেখ ইনামূল হককে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন, তাঁরা প্রাথমিক ভাবে মনে করছেন দ্রুতগতির জন্যই এই দুর্ঘটনা। তবে তদন্তের পরেই প্রকৃত কারণ জানা যাবে।
Tags Bus Accident Kolkata-Kandi-Baharampur bus Kolkata-Kandi-Baharampur route bus
Check Also
বর্ধমান টাউন হলে শুরু হলো লিটল ম্যাগাজিন মেলা, চলবে ২৪ নভেম্বর পর্যন্ত
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার থেকে শুরু হলো ‘বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা ২০২৪’। বর্ধমান টাউন …