Breaking News

বর্ধমান স্টেশনে প্রচুর পরিমাণ রুপোর গয়না উদ্ধার, গ্রেপ্তারি নিয়ে ওসি ও তদন্তকারী অফিসারের ব্যাখ্যা তলব

Large quantity of silver jewelery recovered at Burdwan station

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান স্টেশনের প্লাটফর্ম থেকে প্রচুর পরিমাণ রুপোর গয়না উদ্ধার হওয়ার ঘটনায় জেনারেল ডায়েরি নথিভুক্ত করে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে জিআরপি। তার বিরুদ্ধে আদালতগ্রাহ্য ধারায় মামলা রুজু হয়নি। গ্রেপ্তারের আগে তাকে সিআরপিসি-র ৪১এ ধারায় নোটিশ দেওয়া হয়নি। গ্রেপ্তারে বাধ্যবাধকতার বিষয়েও চেকলিস্ট আদালতে পেশ করেনি জিআরপি। অথচ, সুপ্রিম কোর্টের নির্দেশকা অনুযায়ী, এ ধরনের মামলায় নোটিশ ধরানো বাধ্যতামূলক ছিল। কি কারণে জিআরপির ওসি ও তদন্তকারী অফিসার সুপ্রিম কোর্টের নির্দেশকা থেকে সরে এল সে ব্যাপারে কারণ দর্শানোর নির্দেশ দিলেন বর্ধমানের সিজেএম চন্দা হাসমত। আগামী ৬ এপ্রিল জিআরপির ওসি ও তদন্তকারী অফিসারকে এ ব্যাপারে তাঁদের বক্তব্য আদালতে জানাতে হবে। শুক্রবার সিজেএম এই নির্দেশ দিয়েছেন। অভিযুক্তের আইনজীবী পার্থ হাটি বলেন, জেনারেল ডায়েরির ভিত্তিতে এভাবে কাউকে গ্রেপ্তার করা যায় না। আদালতগ্রাহ্য মামলাও রুজু হয়নি। পুলিস এফআইআর না করে এক্ষেত্রে একজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের আগে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের নির্দেশিকা মেনে অভিযুক্তকে নোটিশ দেওয়া উচিত ছিল। তাও করা হয়নি। জেনারেল ডায়েরির ভিত্তিতে কাউকে গ্রেপ্তার করে এভাবে আটকে রাখা যায় না। এক্ষেত্রে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের গাইডলাইন মানা হয়নি। অন্যায়ভাবে একজনকে গ্রেপ্তার করে আদালতে চালান করা হয়েছে। এ ব্যাপারে জিআরপির ওসি ও তদন্তকারী অফিসারের ব্যাখ্যা তলব করেছেন সিজেএম।
আদালত সূত্রে জানা গিয়েছে, গত ১২ মার্চ ভোররাতে বর্ধমান স্টেশনের ১ নম্বর প্লাটফর্ম থেকে অজয় কুমার ভার্মা নামে হুগলির রিষড়া থানার রবীন্দ্র সরণির এক বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়। তল্লাশিতে তার কাছে থাকা ট্রলি ব্যাগ থেকে ১৪ কেজি ৯৯৪ গ্রাম রুপোর গয়না উদ্ধার হয়। জিআরপির দাবি, গয়নার কোনও কাগজপত্র অভিযুক্ত দেখাতে পারেনি। ডায়েরি নথিভুক্ত করে চুরির মাল সন্দেহে তাকে গ্রেপ্তার করে আদালতে পেশ করা হয়। আদালত অবশ্য তাঁর জামিন মঞ্জুর করে। আদালত রুপোর গয়না অভিযুক্তকে ফেরত দেওয়ার জন্য নির্দেশ দেন। যদিও উপযুক্ত নথিপত্র তিনি দেখাতে পারেন নি বলে দাবি করে জিআরপি বাজেয়াপ্ত হওয়া গয়না ফেরত দেয়নি। এরপরই গ্রেপ্তারি নিয়ে প্রশ্ন তুলে আদালতে হলফনামা জমা দেন ধৃত। তার ভিত্তিতেই এদিন সিজেএম ওসি ও তদন্তকারী অফিসারের ব্যাখ্যা তলব করেছেন।

About admin

Check Also

The fifth short film festival was organized in Burdwan

বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *